লটারির মাধ্যমে ফরচুন হাইটসের ক্রেতা ফেরত পেলেন ৭ লাখ টাকা


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (৩১ মার্চ '২৪):- জমি বাড়ি বিক্রয়কারী সংস্থা 'ফরচুন রিয়েলটি' (Fortune Realty)-র অন্যতম প্রজেক্ট 'ফরচুন হাইটস' (Fortune Heights)-এর জনৈক ক্রেতা দীনেশ পাল (Dinesh Pal, Flat Owner, Fortune Heights) আজ এক লটারির মাধ্যমে ফ্ল্যাট বিক্রয়কারী সংস্থার থেকে চেকের মাধ্যমে ৭ লাখ টাকা ফেরত পেলেন।

লটারি খেলা শুরুর শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'ফরচুন রিয়েলটি'-র তরফে বরিষ্ঠ সহাধ্যক্ষ সঞ্জিত ঘোষ (Sanjeet Ghosh, Senior Vice President, Fortune Realty) জানান, "এই বছরের ১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত যাঁরা 'ফরচুন হাইটস'-এ ৩২ লাখ টাকা বা তার বেশি টাকায় ফ্ল্যাট কিনেছেন বা কেনার জন্য সংরক্ষণ করেছেন এইরকম ৩৭ জন ব্যক্তির মধ্যে আজ এক লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। লটারির বিজেতা রূপে বর্ষীয়ান ক্রেতা দীনেশ পাল তাঁর ফ্ল্যাট ক্রয়মূল্যের মধ্যে ৭ লাখ টাকা ফেরত পেলেন।"

লটারি বিজেতা দীনেশ পাল জানিয়েছেন, "কমবেশি এক মাস আগে বারাসাতের 'ফরচুন হাইটস' আবাসনের ভেতরে ৪৫ লাখ টাকা দিয়ে তিন শয্যা বিশিষ্ট একটা ফ্ল্যাট কিনেছি। লটারির মাধ্যমে আজ ৭ লাখ টাকা ফেরত পেয়ে ভালো লাগছে।"

বলে রাখা ভালো, 'ফরচুন হাইটস'-এ ৬০০ ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেও বর্তমানে ৪০০ ফ্ল্যাটে ক্রেতারা বসবাস শুরু করেছেন।

Comments