আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তাজ বেঙ্গলে চলছে শিল্পসামগ্রীর প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ মার্চ '২৪):- 'আন্তর্জাতিক নারী দিবস' (International Women's Day)-কে উপলক্ষ্য করে কোলকাতার 'তাজ বেঙ্গল' (Taj Bengal, Kolkata) হোটেলে ৬ মার্চ থেকে শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমের ২১ জন শিল্পীর শিল্পসামগ্রী প্রদর্শনী।

'কে ও আই ওয়ার্ল্ড ওয়াইড' এবং 'তাজ বেঙ্গল'-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'ওমেন ইন আর্ট' (Women In Art) নামাঙ্কিত এই প্রদর্শনী চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, "দর্শনার্থীরা প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তাজ বেঙ্গল কোলকাতার মহাপ্রবন্ধক অর্ণব চ্যাটার্জি (Arnab Chatterjee, General Manager, Taj Bengal, Kolkata) জানিয়েছেন, "২১ জন শিল্পীর শিল্পসামগ্রী একসাথে প্রদর্শন করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত।"

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "অনিকেত মিত্র (চলচ্চিত্র নির্মাতা), বোবো, সুনেত্রা লাহিড়ী (ফিউসন আর্টিস্ট), পার্থ দাশগুপ্ত (সেরামিক শিল্পী), সৌম্য খাণ্ডেলওয়াল (চিত্র সাংবাদিক), কে এম আসাদ, মাইকেল স্টীভারসন, বিন্দুবাসী শ্রিয়া কান্দোই, মহুয়া লাহিড়ী, অর্ঘদীপ্ত, পাপড়ি দেব, অনুক্তা মুখার্জি ঘোষ (পেইন্টার), প্রীতিকণা গোস্বামী, চৈতালী চন্দ, সুছন্দা ব্যানার্জি (হেনা ও আলপনা শিল্পী), দীপান্বিতা নাথ, অঙ্কিতা রায়, তারিণী আনন্দ, প্রীতি রায় রুদ্র প্রমুখ ২০ জন শিল্পী এবং 'পুষ্পবিতান ফ্রেণ্ডশিপ সোসাইটি' নামের এক সংস্থা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।"

Comments