কোলকাতায় শুরু হলো ত্রিদিবসীয় পঞ্চম পূর্বাঞ্চল পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৮ মার্চ '২৪ ):- 'স্পোর্টস অথরিটি অব ইণ্ডিয়া' (Sports Authority of India) এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক (Ministry of Youth Affairs & Sports, Government of India)-এর আর্থিক সহযোগিতায় আজ অপরাহ্ন থেকে কোলকাতায় শুরু হলো ত্রিদিবসীয় পঞ্চম পূর্বাঞ্চল পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপ ২০২৩ - '২৪ (5th East Zone Pencak Silat Championship 2023 - '24)। প্রতিযোগিতা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

'পেনচাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল'-এর পরিচালনায় ওড়িশা, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার-এর মতো দেশের পূর্বাঞ্চলের ৫ রাজ্যের ২৫০ ক্রীড়া প্রতিযোগী নিয়ে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে কোলকাতার 'শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়' প্রাঙ্গণে।

'পেনচাক সিলাট স্পোর্টস্ অ্যাসোসিয়েশন অব বেঙ্গল'-এর সভাপতি তপন ঘোষ (Tapan Ghosh, President, Pencak Silat Sports Association Bengal) জানিয়েছেন, "মার্শাল আর্টকে ইন্দোনেশিয়ায় স্থানীয় ভাবে 'পেনচাক সিলেট' বলে ডাকা হয়। এই খেলায় চাকরির সুযোগ থাকায় বর্তমানে আমাদের দেশ তথা পশ্চিমবঙ্গ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে 'পেনচাক সিলেট'।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মৃদুল ব্যানার্জী ও দিলীপ পালিত, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু অমৃতা দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস, রাম মোহন কলেজের অধ্যক্ষা শাশ্বতী সান্যাল প্রমুখ ব্যক্তি গণ।

Comments