মোদীজীর নেতৃত্বে মাদকমুক্ত ভারতের স্বপ্ন পূরণ হচ্ছে : অমিত শাহ


এম রাজশেখর

 নয়াদিল্লি (৫ মার্চ '২৪):- বর্তমানে কেন্দ্রীয় সরকার দেশে মাদক সনাক্তকরণ, যোগাযোগ ধ্বংস, অপরাধীদের আটক এবং মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে মাদকমুক্ত ভারতের লক্ষ্য অর্জনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, Prime Minister, Government of India)-র নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ (Amit Shah, MiC Home Affairs & Co-operation, Government of India)-র নির্দেশনায় মাদকমুক্ত ভারত আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার হতে চলেছে।

গত রবিবার মাদক ব্যবসা এবং এর হুমকি মোকাবেলায় মোদী সরকারের সাফল্য সম্পর্কে তিনটি ভিডিও প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের ঐকান্তিক সদিচ্ছা ও নির্দেশনায় দেশের অভ্যন্তরে পূর্ণোদ্যমে মাদক ব্যাবসা দমনের প্রস্তুতি নজরে আসছে।
কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট নীতির কারণে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলও মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের উপর কঠোর মনোভাব দেখাতে শুরু করেছে। ফলশ্রুতিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে ধরপাকড় ও বাজেয়াপ্তের পরিমাণ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তার ফলে, সরকার ও সরকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয়, সহযোগিতা আগের থেকে অনেক বেড়ে গেছে যার ফলে মাদকদ্রব্য আটক ও মামলার সংখ্যা বৃদ্ধি ঘটেছে।

সরকারী পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান সময়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বহুমুখী প্রচেষ্টার ফলে একদিকে যেমন মাদকদ্রব্য আটকের পরিমাণ প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে তেমনই যাঁরা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলাও ১৫২ শতাংশ বেশি দায়ের করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে '১৩ সময়কালে নথিভুক্ত মামলার সংখ্যা ছিল ১২৫৭ যা ২০১৪ -'২৩ সময়কালে ৩ গুণ বেড়ে হয়েছে ৩৭৫৫।
গ্রেপ্তারের সংখ্যা ২০০৬ থেকে '১৩ সময়ের মধ্যে ছিল ১৩৬৩, ২০১৪ থেকে '২৩ সময়কালে ওই সংখ্যা ৪ গুণ বেড়ে হয়েছে ৫৭৪৫।
২০০৬ থেকে '১৩ সালে বাজেয়াপ্ত করা মাদকের পরিমাণ আগের সময়কার ১.৫২ লক্ষ কেজি থেকে দ্বিগুণ বেড়ে হয়েছিল ৩.৯৫ লক্ষ কেজি।
আগে যেখানে জব্দকৃত মাদকের অর্থমূল্য ৭৬৮ কোটি টাকা মোদী সরকারের আমলে জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৩০ গুণ বেড়ে হয়েছে ২২ হাজার কোটি টাকা।

মোদীজির নেতৃত্বে এবং শাহের দূরদর্শিতার কারণে, মাদকবিরোধী সংস্থাগুলি ১২ লক্ষ কিলোগ্রাম মাদক ধ্বংস করেছে যার বাজার দর ১২ হাজার কোটি টাকা। মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য ওষুধ আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে আরও ভাল সংহতি এবং সমন্বয়ের জন্য ২০১৯ সালে চার স্তরের 'এন সি ও আর ডি' (NCORD) প্রক্রিয়াকে শক্তিশালী করা হয়েছিল।

শুধু দেশ নয়, সারা বিশ্বের মানুষ দেখেছে যে অমিত শাহের কৌশলগুলি মাদকমুক্ত নতুন ভারত গড়তে মোদী সরকারকে সাফল্য এনে দিচ্ছে।

Comments