পূর্ব ভারতে নিজেদের তৈরী ইলেকট্রিক স্কুটার আনল রাফ্ট মোটর্স


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ মার্চ '২৪):- পূর্ব ভারতের বাজারে বৈদ্যুতিক যান (Electric Vehicles) আনল 'কসমিক বিড়লা গ্রুপ' (Cosmic Birla Group)-এর ছত্রছায়ায় থাকা 'রাফ্ট মোটর্স প্রাইভেট লিমিটেড' (Raft Motors Private Limited) ।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে চার প্রকারের বৈদ্যুতিক স্কুটার (Scooter's)-এর লোকার্পণ করে 'কসমিক ইভি লিমিটেড' এবং 'কসমিক বিড়লা গ্রুপ'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আদিত্য বিক্রম বিড়লা (Aditya Vikram Birla, Chairman & Managing Director, Cosmic EV Limited & Cosmic Birla Group) সাংবাদিকদের জানান, "অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গেই বুকেই দু'চাকা ও চার চাকা গাড়ির কারখানা খুলতে চলেছে আমাদের সংস্থা।"

টালিগঞ্জ ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য ও নীল ভট্টাচার্য্য-র উপস্থিতিতে আজ 'রাফ্ট মোটর্স প্রাইভেট লিমিটেড' বাজারে আনল 'রাফ্ট কসমিক ইভি ওয়ারিয়র (স্ট্রিট ফাইটার)' [Raft Cosmic EV Warrior (Street Fighter)], 'রাফ্ট কসমিক ইভি ইন্দাস (রেঞ্জ কিং)' [Raft Cosmic Ev Indus (Range King)], 'রাফ্ট কসমিক ইভি ম্যাগনেটিক (ক্লাস অ্যাণ্ড সিমপ্লিসিটি)' [Raft Cosmic EV Magnetic (Class & Simplicity)] এবং 'রাফ্ট কসমিক ইভি জানস্কার (জুয়েল অব দ্য ক্রাউন)' [Raft Cosmic EV Zanskar (Jewel of the Crown)]।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "যেখানে এই ধরণের অন্য দু'চাকার বৈদ্যুতিক স্কুটারগুলো একবার চার্জ দিলে কমবেশি ৮০-৮৫ কিলোমিটার চলে সেখানে আমাদের স্কুটারগুলো একবার চার্জ দিলে ১২০ কিলোমিটার চলবে।"
                                                    ছবি : সি সোহিনী  

Comments