ঈশ্বর সত্যনারায়ণের শোভাযাত্রা উপলক্ষ্যে কোলকাতায় জনসমাগম


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৩ মার্চ '২৪):- হোলীর প্রাক্কালে 'ফাল্গুন হোলী উৎসব' (Falgun Holi Utsav)-কে উপলক্ষ্য করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ১৯, মুখরাম কানোরিয়া রোডের 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজী ও অন্যান্য দেবদেবীর মন্দির' (Shree Shree Iswar Satyanarayanji & Other Deities Temple, Howrah) থেকে এক ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে কোলকাতার সত্যানন্দ পার্কের কাছে এসে শেষ হয়।


শোভাযাত্রাকে কেন্দ্র করে বেলা ১২ টার পর থেকে বেশ কিছুক্ষণ সময় ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) সহ কোলকাতার বিভিন্ন রাজপথে ভক্ত সমাগমের ভীড় পরিলিক্ষত হয়। স্তব্ধ হয়ে যায় পরিবহন ব্যবস্থা। শোভাযাত্রা চলাকালীন ভক্তগণের ছুঁড়ে দেওয়া বিভিন্ন রঙের আবীরে রেঙে ওঠে শহরের রাজপথ।
বলে রাখা ভালো, গত ১৯ মার্চ থেকে উৎসব উপলক্ষ্যে মন্দির কর্তৃপক্ষ ভক্তগণের মধ্যে প্রসাদ বিতরণ করে চলেছে।


মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ললিতকুমার বাঘেলা (Lalitkumar Baghela) জানিয়েছেন, "১৮৮৪ সালে এই মন্দির স্থাপনা হয়েছিল। পশ্চিমবঙ্গের এই মন্দিরের পাশাপাশি ভারতের অন্যান্য প্রদেশেও আমাদের জনহিতকর কর্মকাণ্ড চলে আসছে।"

Comments