বাজারে নতুন শীতাতপ যন্ত্র আনল ব্লু স্টার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৪ মার্চ '২৪):- গ্রীষ্মের প্রাক্কালে নতুন তিন ধরণের শীতাতপ যন্ত্র (Air conditioners) আনল 'ব্লু স্টার লিমিটেড' (Blue Star Limited)।

আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে 'ব্লু স্টার লিমিটেড'-এর পক্ষ থেকে ব্যাবস্থাপক নির্দেশক বি ত্যাগরাজন (B Thiagaragan, Managing Director, Blue Star Limited) জানিয়েছেন, "এই বছর 'ব্লু স্টার' ইনভার্টার স্পিট এসি বিভাগ (Inverter AC Segment)-এ ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম এবং ক্লাসিক পর্যায়ে নতুন তিন ধরনের শীতাতপ যন্ত্র বাজারে এনেছে।"
'ব্লু স্টার লিমিটেড'-এর তরফ থেকে জানানো হয়েছে, " টু স্টার, থ্রী স্টার ও ফাইভ স্টার শৃঙ্খলার অধীন এই শীতাতপ যন্ত্রগুলো ০.৮ টি আর থেকে ২.২ টি আর পর্যায়ে পাওয়া যাবে। শীতাতপ যন্ত্রগুলোর দাম শুরু হচ্ছে ২৯,৯৯০ টাকা থেকে।


'ব্লু স্টার লিমিটেড' থেকে আরো জানানো হয়েছে, "যেহেতু এই বছর সংস্থার ৮০ বছর পূর্ণ হচ্ছে সেইহেতু স্বল্প সময়ের জন্য সংস্থা ক্রেতাদের ৮০ মাসের ওয়ারেন্টি, প্রতিদিন ৮০ টাকা হিসেবে মাসিক কিস্তির সুবিধা, ভর্তুকির অধীনে মাত্র ৬৮০ টাকায় যন্ত্র প্রতিস্থাপনের সুযোগ সহ অন্যান্য কিছু সুবিধা প্রদান করা হবে।"  

যদিও প্রখর গ্রীষ্মের সময় ঘরের বাইরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠলে যখন প্রায় সব কোম্পানীর শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রগুলো ঘর ঠাণ্ডা করতে অক্ষম হয়ে পড়ে তখন 'ব্লু স্টার লিমিটেড'-এর নতুন শীতাতপ যন্ত্রগুলো যে কতটা কার্যকর হবে সে বিষয়ে তেমন কোনো সদুত্তর পাওয়া যায় নি সংস্থার তরফ থেকে। 

Comments