শিলিগুড়িতে গ্রেফতার এবিভিপি-র জাতীয় মহাসচিব


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১১ মার্চ '২৪):- 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ' (Akhil Bharatiya Vidyarthi Parishad) সংক্ষেপে 'এবিভিপি' (ABVP)-র জাতীয় মহাসচিব যাজ্ঞবল্ক্য শুক্লা (Yagywalka Shukla, National General Secretary, ABVP)-কে আজ শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।


পশ্চিমবঙ্গ প্রদেশ 'এবিভিপি' সূত্রে জানানো হয়েছে, "সন্দেশখালি সহ পশ্চিমবঙ্গের সর্বত্র অরাজকতা নিরসনের দাবীথে শ্রী শুক্লার নেতৃত্বে যখন 'এবিভিপি'-র উত্তরবঙ্গের কার্যকর্তারা 'উত্তরকন্যা' অভিযানের জন্য এগচ্ছিলেন তখন পথ মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ 'এবিভিপি' পথ আটকায় এবং পরবর্তীতে 'এবিভিপি'-র জাতীয় মহাসচিব সহ অন্য ২৬ জন সদস্য-সদস্যাকে গ্রেফতার করে।"

'এবিভিপি'-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার তরফ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে, " সন্দেশখালির মূল অপরাধীদের আড়াল করার জন্যই ছাত্রদের কণ্ঠস্বর দমনের চেষ্টা করা হচ্ছে।"


উত্তরবঙ্গ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, "আজ এবিভিপি-র প্রতিবাদ মিছিল যখন উত্তরকন্যা-র দিকে ধীরে ধীরে এগচ্ছিল তখন স্থানীয় টিনবট্টী মোড়ের কাছে পুলিস মিছিলের পথ অবরোধ করে দাঁড়ায়, এই সময়ে 'এবিভিপি'-র উত্তরবঙ্গ নেতৃত্বের সঙ্গে বাদানুবাদ চলাকালীন পুলিস হালকা লাঠি চালিয়ে মিছিল ভেঙে দেয় ও দলীয় নেতৃত্বদের গ্রেফতার করে।"

'এবিভিপি' উত্তরবঙ্গের রাজ্য সম্পাদক দীপ্ত দে (Dipta Dey, State Secretary, North Bengal, ABVP) জানিয়েছেন "মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে তৃণমূল কংগ্রেস চালিত সরকারকে বারংবার 'মা-মাটি-মানুষের সরকার' বলে চিহ্নিত করলেও, সন্দেশখালির ঘটনা তৃণমূল কংগ্রেস সরকারের নারীবিরোধী চরিত্রকে সামনে এনে দিয়েছে।"

Comments