২০২৩-'২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশ করল বন্ধন ব্যাঙ্ক লিমিটেড


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৯ ফেব্রুয়ারী '২৪):- "গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় ২০২৩ - '২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর মোট ব্যবসা ১৭ শতাংশ বেড়েছে, অঙ্কের হিসাবে এর পরিমাণ ২.৩৩ লক্ষ কোটি টাকা," বলে জানিয়েছেন 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা, ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ (Chandrasekhar Ghosh, Founder, Managing Director & Chief Executive Officer, Bandhan Bank Limited)।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন চন্দ্রশেখর ঘোষ।


শ্রী ঘোষ আরো জানিয়েছেন, "এই সময়ে গত বছরের তুলনায় ব্যাঙ্কের জমা বেড়েছে ১৫ শতাংশ, অঙ্কের হিসাবে এর পরিমাণ ১.১৭ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট অনুপাত রয়েছে ৩৬.১ শতাংশ এবং ক্যাপিটাল এডিকোয়েসি অনুপাত রয়েছে ১৯.৮ শতাংশ।"

'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর তরফ থেকে জানানো হয়েছে, "এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের নতুন ২৬ টা শাখা খোলা হয়েছে।" 

Comments