ক্যানসার রোগ নির্ণয়ে এবার দেশীয় পদ্ধতি ব্যবহারের দিকে এগোচ্ছে অ্যাপোলো ক্যানসার সেন্টার কোলকাতা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ ফেব্রুয়ারী '২৪):- মানব শরীরের শ্বেত রক্ত কণিকায় অবস্থিত এক বিশেষ ধরণের উপাদান (T)-এর উপর বিদেশী প্রযুক্তি নির্ভর 'কাইমেরিক অ্যান্টিজেন রিসেপটর্স' (Chimeric Antigen Receptors) সংক্ষেপে কার-টি (CAR-T) সেল প্রোগ্রামে চূড়ান্ত সফলতা পাওয়ার পর এবার দেশীয় পদ্ধতি (Indigenous Therapy)- 'মেড ইন ইণ্ডিয়া কার-টি সেল প্রোগ্রাম' (Made in India CAR-T Cell Programme) শুরু করার কথা ঘোষণা করল 'অ্যাপোলো ক্যানসার সেন্টার' কোলকাতা (Apollo Cancer Center, Kolkata)।

আশা করা হচ্ছে, দেশীয় পদ্ধতিতে চিকিৎসা পরিষেবার ফল লাভ করতে চিকিৎসা সংক্রান্ত ব্যায়ও তুলনামূলক ভাবে কম হবে।

আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে 'অ্যাপোলো ক্যানসার সেন্টার' কোলকাতা-র তরফ থেকে জানানো হয়েছে, "দেশের মধ্যে প্রথম বেসরকারী হাসপাতাল রূপে 'অ্যাপোলো ক্যানসার সেন্টার' কোলকাতা এই মাইলফলক ছুঁতে চলেছে।"

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'অ্যাপোলো ক্যানসার সেন্টার' কোলকাতা তথা 'অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজেস লিমিটেড'-এর পূর্বাঞ্চলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাণা দাশগুপ্ত (Rana Dasgupta, CEO, Eastern Region, ACC Kolkata & Apollo Hospitals Enterprises Limited) জানান, "ব্যায়বহুল বেসরকারী হাসপাতাল রূপে 'অ্যাপোলো ক্যানসার সেন্টার' কোলকাতা পরিগণিত হলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের 'স্বাস্থ্যসাথী' (Swastha Sathi) কার্ডের মাধ্যমেও অনেকেই আমাদের চিকিৎসা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।"


রাণা দাশগুপ্ত ছাড়াও আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ দেবমাল্য ভট্টাচার্য, ডাঃ অনুপম চক্রপাণী, ডাঃ সন্দীপ গাঙ্গুলী, ডাঃ অমিত দত্ত দুয়ারী, ডাঃ রজত ভট্টাচার্য, ডাঃ বিভাস বিশ্বাস, ডাঃ পুনীত সিং সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

Comments