বাগুইআটিতে হয়ে গেল সৌন্দর্য্য প্রতিযোগিতা কিং অ্যাণ্ড ক্যুইন অব বেঙ্গল



হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১১ ফেব্রুয়ারী '২৪):- 'কোলকাতা ফিল্মস' (Kolkata Films)-এর পরিচালনায় বাগুইআটিতে হয়ে গেল 'কিং অ্যাণ্ড ক্যুইন অব বেঙ্গল' (King & Queen of Bengal) নামাঙ্কিত এক সৌন্দর্য্য প্রতিযোগিতা (Beauty Contest)।

আয়োজক সংস্থার তরফ থেকে অধ্যক্ষ স্নেহাশিস ভঞ্জ (Snehashis Bhanja, Chairman, Kolkata Films) জানিয়েছেন, "আবালবৃদ্ধবনিতার অব্যক্ত মনোবাসনাকে প্রকাশের লক্ষ্যে কাজ করছে 'কোলকাতা ফিল্মস'।"


সংস্থার অন্য দুই অংশীদার মিস মিমি ও মিস মেরিলিন (Miss Mimi & Miss Marylin, Partners, Kolkata Films) একযোগে জানিয়েছেন, "দ্বিতীয় বর্ষের সৌন্দর্য্য প্রতিযোগিতা শিশু, কিশোর-কিশোরী, যুবক ও বিবাহিত মহিলা-র মতো চারটে ভাগে বিভক্ত ছিল সেমিফাইনাল ৭ টা রাউন্ডে সাজানো ছিল।"


আয়োজক সংস্থার তরফে মডেল কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি (Arindam Chatterjee, Executive Member, Kolkata Films) জানিয়েছেন, "এবারের প্রতিযোগিতার জন্য মোট ৮০ জন নাম নথিভুক্ত করলেও মোট ৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার উত্তীর্ণদের নিয়ে আগামী মাসে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।"

অনুষ্ঠানে সোমা চক্রবর্তী, জয় মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।


Comments