বিশ্বের চিকিৎসা মানচিত্রে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করল সিএমআরআই-এর চিকিৎসক দীপ দাস


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৯ ফেব্রুয়ারী '২৪):- বিশ্বের চিকিৎসা মানচিত্রে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করল সিএমআরআই-এর চিকিৎসক দীপ দাস। মূলতঃ তাঁর চিকিৎসা জ্ঞানের জোরেই নতুন জীবন পেল দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানার অধীন ভাষা বারো-র ২ বছরের এক দুধের শিশু মেহরান জমাদার।

এই স্মরণযোগ্য ঘটনার পরিপ্রেক্ষিতে
'সি কে বিড়লা হসপিটালস' (CK Birla Hospitals)-এর ছত্রছায়ায় থাকা 'ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট' (Calcutta Medical Research Institute) সংক্ষেপে 'সিএমআরআই' (CMRI) আজ সাংবাদিক সম্মেলন করে দাবী জানিয়ে বলেছে, "হাসপাতালের চিকিৎসকবৃন্দ 'পেডিয়াট্রিক নিউরোভাস্কুলার সার্জারি' (Pediatric Neurovascular Surgery)-র অন্তর্গত 'ইন্ট্রাক্রানিয়াল ফ্লো থেরাপি' (Intracranial Flow Therapy)-র সহায়তায় বিশ্বের মধ্যে সফল শল্য চিকিৎসা সম্পন্ন করেছে।"

'সিএমআরআই' হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডাঃ দীপ দাস (Dr. Deep Das, Consultant, Department of Neurology, CMRI) -এর বক্তব্যকে সামনে রেখে হাসপাতালের প্রধান সোমব্রত রায় (Sombrata Roy, Unit Head, CMRI) আজ দাবী করেছেন, "বিশ্বের বুকে শিশুদের নিউরোভাস্কুলার শল্যচিকিৎসা-র ক্ষেত্রে এটাই সর্বপ্রথম সফল শল্যচিকিৎসা।"

মেহরানের মা মমতাজ সুলতানা জমাদার সাংবাদিকদের জানিয়েছেন, "চিকিৎসকদের কাছে আনার আগে আমার ছেলে বারবার অজ্ঞান হয়ে যেত, এখন ওকে স্বাভাবিক দেখছি।"


আজ হাসপাতালের তরফে আহুত এক সাংবাদিক সম্মেলনে 'সিএমআরআই' হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডাঃ দীপ দাস জানিয়েছেন, "শিশুর ১ বছর ৯ মাসের সময় চিকিৎসার জন্য শিশুকে আমাদের কাছে আনা হয়। কিছু পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি শিশুর মস্তিষ্কের বাম দিকের একটা শিরা তার স্বাভাবিক অবস্থা থেকে ফুলে প্রায় ১০ গুণ আকার ধারণ করেছে। এই অবস্থা চলতে থাকলে যেকোনো মানুষ ৫০ শতাংশ ক্ষেত্রে মারা যান বা পাকাপাকিভাবে মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন।
এইরকম এক ভয়াবহ পরিস্থিতিতে গত ২২ ফেব্রুয়ারী আমরা শিশুর শল্য চিকিৎসা করি, বর্তমানে শিশু সম্পূর্ণ রূপে সুস্থ, আগামী কাল শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।"

দেড় ঘণ্টা ব্যাপী এই শল্য চিকিৎসার ক্ষেত্রে ডাঃ দীপ দাস-কে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রুচি গোলাস (Dr. Ruchi Golas, Pediatricians, CMRI), অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ শৈলেশ কুমার (Dr. Sailesh Kumar, Head, Department of Anesthesiology, CMRI) সহ হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, "শিশুর ৫ বছর বয়স পর্যন্ত শিশুকে চিকিৎসকদের বিধান মেনে চলতে হবে।"

Comments