বাংলায় রবীন্দ্রসংগীত গাইছেন বিনোদ রাঠোর


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৬ ফেব্রুয়ারী '২৪):- বাংলায় রবীন্দ্রসংগীত (Songs of Tagore) গাইছেন জনপ্রিয় কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর (Vinod Rathod, Playback Singer)।

গতকাল কোলকাতা সংলগ্ন লেকটাউনের এক সাউণ্ড রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিং করতে এসে বিনোদ রাঠোর জানান, "এখন আমি কোলকাতার ছেলে হয়ে গেছি, রবীন্দ্রসঙ্গীত শেখা ও রেকর্ড করার জন্য আমাকে ঘনঘন কোলকাতায় আসতে হচ্ছে, খুব শীঘ্রই প্রকাশিত হবে বাংলায় গাওয়া আমার রবীন্দ্রসঙ্গীতগুলো।"

'তুষার মুভিজ' নিবেদিত (Tushar Movies Presents) ও পরিচালক তুষার মজুমদার (Director Tushar Majumder) নির্দেশিত 'বিশালগড়ের আতঙ্ক' (Upcoming Bengali Movie Vishalgarher Aatanka) জন্য গান রেকর্ড করতে এসে তিনি একথা জানান।


'বিশালগড়ের আতঙ্ক'-র জন্য গীতিকার নিশান শুভ্রর কথায় ও তাঁরই সুরারোপনে (Lyricist & Music Director Nishan Shubhro) কোলকাতার কণ্ঠসঙ্গীত শিল্পী শর্মিষ্ঠা ব্যানার্জীর (Sharmishtha Banerjee, Playback Singer) সাথে 'পূর্বদিকে সূর্য ওঠে' নামাঙ্কিত এক দ্বৈতসঙ্গীত রেকর্ড করেন বিনোদ রাঠোর।

Comments