অ্যাকাডেমী অব ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে শুরু হল অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৫ ফেব্রুয়ারী '২৪):- কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর সাউথ গ্যালারি (South Gallery, Academy of Fine Arts, Kolkata)-তে আজ থেকে শুরু হল প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)- এর গুহা ভাস্কর্য সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী 'কেভ আর্ট' (Cave Art)।


আলোকচিত্রী অনুপম হালদার-এর বক্তব্য অনুযায়ী, "আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিদিন অপরাহ্ন ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত আগ্রহী দর্শনার্থীরা এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন।
এই প্রদর্শনীতে অজন্তা, ইলোরা ও এলিফ্যান্টা গুহা-র ছোটোবড়ো মিলিয়ে মোট ২৭ টা পৃথক আলোকচিত্র দেখা যাবে।"


গীতিকার সুরকার ও গায়ক নচিকেতা চক্রবর্তী ছাড়াও এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী মৌবনী সরকার, সোনালী চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক কুনাল শাহ, গীতিকার অভিজিৎ পাল, কোলকাতা জার্নালিস্টস ক্লাব-এর সম্পাদক ইমনকল্যাণ সেন সাংবাদিক ঋত্বিক মুখার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

বলে রাখা ভালো, 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ অনুপম হালদার-এর একক চিত্র প্রদর্শনী চলার সময়েই 'দ্য বোম্বে আর্ট সোসাইটি' (The Bombay Art Society)-র উদ্যোগে মহারাষ্ট্রের জাহাঙ্গীর আর্ট গ্যালারি (Jahangir Art Gallery, Maharastra)-তে শুরু হতে চলা ১৩২ তম অখিল ভারত বাৎসরিক কলা প্রদর্শনী (132 All India Annual Art Exhibition 2024)-তেও অনুপম হালদার-এর আলোকচিত্র দেখা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের একমাত্র আলোকচিত্রী রূপে তাঁর শিল্প সামগ্রী ২৭ ফেব্রুয়ারী থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত জাহাঙ্গীর আর্ট গ্যালারিতেও প্রদর্শিত হবে।

Comments