দ্য বোম্বে আর্ট সোসাইটির ১৩২ তম বাৎসরিক প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যপাল রমেশ বৈস


এম রাজশেখর

মুম্বাই (২৭ ফেব্রুয়ারী '২৪):- ভিনরাজ্যের নাগরিকদের কাছ থেকেও এবার প্রশংসা পাচ্ছে কোলকাতার ছেলের তোলা আলোকচিত্র।

আজ জাহাঙ্গীর আর্ট গ্যালারি (Jahangir Art Gallery, Maharastra)-তে 'দ্য বোম্বে আর্ট সোসাইটি' (The Bombay Art Society)-র '১৩২ তম অখিল ভারত বাৎসরিক কলা প্রদর্শনী ২০২৪' (132 All India Annual Art Exhibition 2024)-এর উদ্বোধন করেন
মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈস (Ramesh Bais, Governor, Government of Maharashtra)।
উদ্বোধনী মুহূর্তে রাজ্যপালের সফরসঙ্গী ছিলেন পদ্মশ্রী মনোজ যোশী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের একমাত্র আলোকচিত্রী রূপে অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)-এর দুটো আলোকচিত্র 'রে অব হোপ' (Ray of Hope) এবং 'স্টোন আর্ট' (Stone Art) এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীর ফলেই এবার আরব সাগরের তীর লাগোয়া শহরের বুকে প্রশংসিত হচ্ছেন অনুপম হালদার।

'দ্য বোম্বে আর্ট সোসাইটি'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "আগামী ৪ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।"

Comments