কোলকাতা বইমেলায় হাতের কাছে রকমারি বই পাওয়ার অন্যতম ঠিকানা হতে পারে মণ্ডল বুক স্টল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৪ জানুয়ারী '২৪):- ধীরে ধীরে জমে উঠছে বাঙলা তথা বাঙালীর হৃদয়ের মেলা কোলকাতা বইমেলা (Kolkata Book Fair 2024)।
আবহাওয়ার শত খামখেয়ালিপনার মাঝেও এই মেলা স্বল্প পরিসরে হলেও নিজের জাত চেনাতে ভুলছে না।

প্রতিবারের মতো এইবারেও কোলকাতা বইমেলার বেশ কয়েকটা প্রবেশ দ্বার রয়েছে। আজ ২ নম্বর প্রবেশদ্বার দিয়ে মেলা প্রাঙ্গণে ঢুকে এদিক ওদিক তাকাতে চোখ আটকে গেল ২০৫ নম্বর স্টলে
বাংলা সাহিত্যের অধীন কবিতা, ছোটগল্প, উপন্যাস সহ হাজারো রকমের মনলোভা বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে 'মণ্ডল বুক স্টল'।

'মণ্ডল বুক স্টল'-এর তরফ থেকে তৃণা মণ্ডল জানিয়েছেন, "রান্না থেকে রহস্য রোমাঞ্চকর অভিযান, ভূতের গল্প থেকে গোয়েন্দা কাহিনী সবকিছুই পাওয়া যাবে এই স্টলে।"

পুরনো ও নতুন লেখক লেখিকাদের রচনা নিয়ে এবার বইমেলার বিশেষ পসরা সাজিয়েছে 'মণ্ডল বুক স্টল', শিশু থেকে কিশোর, নবীন থেকে প্রবীণ সবার মতোই বই পাওয়া যাচ্ছে এখানে।

বইমেলায় এসে কয়েকশো দোকানের মধ্যে থেকে অল্প সময়ের মধ্যে পছন্দসই কেনাকাটার জন্য একবার এই স্টলে ঢোকা যেতেই পারে।

Comments