অ্যাকাডেমী অব ফাইন আর্টসে গুহা চিত্রকর্মের উপর আয়োজিত হতে চলেছে অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৯ জানুয়ারী '২৪):- গুহা চিত্রকর্ম (Cave Art) নিয়ে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস' (Academy of Fine Arts, Kolkata)-এ আয়োজিত হতে চলেছে এই সময়ের অন্যতম চর্চিত আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)-এর একক আলোকচিত্র প্রদর্শনী (Solo Photography Exhibition)।

আজ 'কোলকাতা পুস্তক মেলা' প্রাঙ্গণে 'বিশ্ব দর্পণ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম হালদার জানিয়েছেন, "আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ 'গুহা চিত্রকর্ম'-র উপর আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়ে চলবে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত।
ভারতের অজন্তা-ইলোরা-র মতো সদা আকর্ষণীয় গুহার ভিতর ও বহিরগাত্রের বিভিন্ন চিত্রকর্ম ও ভাস্কর্যের আলোকচিত্র নিয়েই প্রদর্শিত হবে 'কেভ আর্ট'।"

বলে রাখা ভালো, এর আগে নারী, প্রকৃতি, সহ বিভিন্ন বিষয়ে পাঁচমিশালি আলোকচিত্র নিয়ে কোলকাতায় অনেকগুলো আলোকচিত্র প্রদর্শনী করলেও, এই প্রথম শুধুমাত্র একটা বিষয়ের উপর আলোকচিত্র প্রদর্শনী করতে চলেছেন আলোকচিত্রী অনুপম হালদার।


প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নিজের শেষ একক আলোকচিত্র প্রদর্শনীর কক্ষে দাঁড়িয়ে 'বিশ্ব দর্পণ'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অনুপম হালদার জানিয়েছিলেন, "আগামী দিনে কোলকাতার আলোকচিত্রমোদী দর্শক আমার প্রদর্শনী থেকে কিছু নতুনত্বের খোরাক পাবেন।"

'কেভ আর্ট' নামাঙ্কিত অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী থেকে শ্রী হালদার পশ্চিমবঙ্গের আলোকচিত্রের জগতে কতটা স্বকীয়তা প্রদর্শন করতে পারে সেটাই এখন একমাত্র দেখার।

Comments