নিউটাউন ভিলাসে নমুনা বাংলো উন্মোচন ও প্রদর্শন করল শ্রাচী ও কেভেন্টার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩০ জানুয়ারী '২৪):- চাঁদাকাঁঠাল বেরিয়া-র আমুদা বানতলা এলাকায় অবস্থিত 'নিউটাউন ভিলাস'-এ আজ নমুনা বাংলো উন্মোচন তথা প্রদর্শন করল 'নিউটাউন ভিলাস'-এর নির্মাণকারী সংস্থাদ্বয়।


বলে রাখা ভালো, 'শ্রাচী গ্রুপ' (Shrachi Group) ও 'কেভেন্টার' (Keventer) একযোগে নির্মাণ করছে 'নিউটাউন ভিলাস' (New Town Villas)।
'সাউথ সিটি' ও 'উর্বানা' নির্মাণের পর 'নিউটাউন ভিলাস' নির্মাণের জন্য 'কেভেন্টার'-এর সাথে হাত মিলিয়েছে 'শ্রাচী গ্রুপ'।

'শ্রাচী গ্রুপ'-এর অন্যতম সহাধ্যক্ষ কৃষ্ণেন্দু মুখার্জি (Krishnendu Mukherjee, Vice President, Shrachi Group) জানিয়েছেন, "নিউটাউন ভিলাস-এ ২ কাটা, ২.৫ কাটা, ৩ কাঠা ও ৪ কাঠা জমি নিয়ে চার ধরণের প্রায় ৫০ - ৬০ টা বাংলো নির্মিত হচ্ছে।
২ ও ২.৫ কাঠার 'টুইনস বাংলোগুলো' (Twins Bungalow)-র তিনদিক উন্মুক্ত, এর পাশাপাশি রয়েছে ৩ ও ৪ কাঠা জমির উপর 'ইণ্ডিপেণ্ডেন্ট বাংলো' (Indipendent Bungalow)।
এখানকার বাংলোগুলো ১.৩ কোটি টাকা থেকে ১.৮৫ কোটি টাকার মধ্যে পাওয়া যাবে।"


নির্মাতা সংস্থাদ্বয় একযোগে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছে, "আধুনিক জীবনের উপযোগী নানান উপকরণে সজ্জিত থাকবে 'নিউটাউন ভিলাস'-এর বাংলোগুলো।


সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রাচী গ্রুপের ব্যবস্থাপক নির্দেশক রাহুল টোডি (Rahul Todi, Managing Director, Shrachi Group) জানিয়েছেন, "শহরের উপকণ্ঠে নির্মিত এখানকার খোলামেলা বাংলোগুলো বাস্তবিকই আলোবাতাসে পরিপূর্ণ।"

অন্যদিকে কেভেন্টার-এর অধ্যক্ষ ও ব্যবস্থাপক নির্দেশক মায়াঙ্ক জালান (Mayank Jalan, Chairman & Managing Director, Keventer) বলেছেন, "সবুজ দৃশ্যপটের পটভূমিতে নির্মিত বাংলোগুলোতে যেমন থাকবে ছোটো উদ্যান করার সুবিধা তেমনই এই কমপ্লেক্স-এর ভেতর নিরাপত্তার সাথে পাওয়া যাবে স্বাস্থ্যজনক আমোদপ্রমোদের নানান ব্যবস্থা।"

Comments