৫৯৯ টাকার বিনিময়ে বছরভর প্রবীনদের দেখভাল করবে ইমোহা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৫ জানুয়ারী '২৪):- যে সমস্ত ভারতীয় নাগরিকদের সন্তানরা বর্তমানে বিদেশে থাকেন বা নিঃসন্তান দম্পতি কিংবা পত্নীহীন বা বিধবা এমন ষাঠোর্দ্ধ নাগরিকদের জন্য 'ইমোহা' (EMOHA) নিয়ে এসেছে দারুন সুখবর।

সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌমজিৎ রায় (Saumyajit Roy, Chief Executive Officer, EMOHA) আজ এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, "বাৎসরিক ৫৯৯ টাকার বিনিময়ে ৬০ বা তদুর্দ্ধ ব্যক্তিদের বিভিন্ন রকম সহায়তা দেবে 'ইমোহা'।"

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "৫৯৯ টাকার বিনিময়ে 'ইমোহা'-র কর্মীরা একদিকে যেমন তাঁদের বছরভর একাকীত্ব ঘোচানোর চেষ্টা করবেন, তেমনই ঘরোয়া কিছু প্রয়োজন বা সামান্য চিকিৎসা সংক্রান্ত সেবা বা প্রয়োজনে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি পর্যন্ত করে দেবে।"


বরিষ্ঠ নাগরিকদের সুবিধার জন্য এই মুহূর্তে শহর কোলকাতাকে পিন কোড ভিত্তিক কতগুলো মণ্ডলে ভাগ করে দ্রুত পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে 'ইমোহা'।

সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, "এই মুহূর্তে সমগ্র দেশের ১১০ টা শহরের ৬০ হাজার প্রবীণ নাগরিকদের পরিষেবা দিচ্ছে 'ইমোহা'।"

Comments