ট্র্যাক্টর্স ইণ্ডিয়া লিমিটেডকে অধিগ্রহণ করল গেনওয়েল গ্রুপ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৪ জানুয়ারী '২৪):- 'ট্র্যাক্টর্স ইণ্ডিয়া লিমিটেড' (Tractors India Limited) সংক্ষেপে 'টিল' (TIL)-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক (Chairman & Managing Director)-এর দায়িত্বভার নিলেন 'গেনওয়েল গ্রুপ'-এর প্রোমোটার সুনীলকুমার চতুর্বেদী (Sunil Kumar Chaturvedi, Promoter, Gainwell Group)।


'ট্র্যাক্টর্স ইণ্ডিয়া লিমিটেড'-এর বিদায়ী অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক সুমিত মজুমদার (Sumit Mazumder, Outgoing Chairman & Managing Director, TIL) এবং সংস্থার বিদায়ী অকার্যনির্বাহক নির্দেশক মঞ্জু মজুমদার (Manju Mazumder, Non Executive Director, TIL)-এর উপস্থিতিতে আজ সংবাদমাধ্যমের সামনে তথ্য পরিবেশন করতে গিয়ে টিল-এর নবনির্বাচিত অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক সুনীলকুমার চতুর্বেদী জানান, "ইন্দোক্রেস্ট ডিফেন্স সলিউশনস প্রাইভেট লিমিটেড সংক্ষেপে আইডিএসপিএল (IDSPL)-এর মাধ্যমে 'টিল'-এর সিংহভাগ অংশীদারিত্বের অধিকারী হয়েছে 'গেনওয়েল'।
'আইডিএসপিএল'-এর মাধ্যমে 'টিল'-এ অগ্রাধিকার শেয়ার ইস্যু (Preferential Share Issue)-র জন্য ৭০ কোটি টাকা সহ মোট ১২০ কোটি টাকা লগ্নি করেছে 'গেনওয়েল'।"

আগামী ২ বছরের মধ্যে 'টিল'-কে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করবে 'টিল'-এর নবনির্বাচিত প্রশাসকগণ।


'টিল'-এর নবনির্বাচিত অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক সুনীলকুমার চতুর্বেদী আরো বলেছেন, "টিল-এর আভ্যন্তরীণ প্রশাসনের খোলনলচে বদলে ফেলা হচ্ছে, পুরনো ব্যক্তিদের সরিয়ে টিল-এ যে দুজনকে সর্বসময়ের নির্দেশক নিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন অলোককুমার ত্রিপাঠী (Alokkumar Tripathi, Wholetime Director & President, TIL) ও অয়ন ব্যানার্জী (Ayan Banerjee, Wholetime Director, TIL), এছাড়াও যে তিনজনকে অকার্যনির্বাহক স্বাধীন নির্দেশক রূপে চয়ন করা হয়েছে তাঁরা হলেন, সরোজ পুনহানী (Saroj Punhani, Non executive Independent Director, TIL), এন বি সিং (N B Singh, Non executive Independent Director, TIL) এবং অমিত মুখার্জী (Amit Mukherjee, Non executive Independent Director, TIL)।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে 'টিল'-এর অর্ডার পৌঁছেছে ৩০০ কোটি টাকায়।

Comments