রক্তদানের রজতজয়ন্তী বর্ষ উদযাপন করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৩ জানুয়ারী '২৪):- বরেণ্য দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বোস (Netaji Subhas Chandra Bose)-এর জন্মজয়ন্তীতে রক্তদান শিবির (Blood Donation Camp)-এর মাধ্যমেই রক্তদানের রজতজয়ন্তী বর্ষ (Silver Jubilee Year Celebration) উদযাপন করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (Kalighat Sports Lovers Association)।

সংগঠনের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জি (Babun Banerjee, General Secretary, Kalighat Sports Lovers Association) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কমবেশি ৩ হাজার নরনারী রক্তদান করার জন্য উপস্থিত হয়েছেন।"

সংগঠনের তরফে জানানো হয়েছে, "রাজ্যের মানুষের পাশাপাশি পাশ্ববর্তী দেশ বাংলাদেশের ২ জন নাগরিকও এই অনুষ্ঠানে রক্তদান করেছেন।"

রক্তদান অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একাধিক বরিষ্ঠ নেতানেত্রী এবং পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।

Comments