কোলকাতায় হয়ে গেল ন্যাশনাল ব্যুরো অব সোস্যাল ইনভেস্টিগেশন অ্যাণ্ড সোস্যাল জাস্টিসের প্রথম সমাবেশ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ জানুয়ারী '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি প্রাপ্ত মানবাধিকার সংগঠন (Human Rights Organization) 'ন্যাশনাল ব্যুরো অব সোস্যাল ইনভেস্টিগেশন অ্যাণ্ড সোস্যাল জাস্টিস' (National Bureau of Social Investigation & Social Justice)-এর প্রথম সমাবেশ (1st Convention) হয়ে গেল কোলকাতার অবন মহল (Aban Mahal, Kolkata)-এ।


সংগঠনের তরফ থেকে উপ সচিব অভিষেক ভকত (Abhishek Bhakat, Dy. Secretary, National Bureau of Social Investigation & Social Justice) সভাকে জানান, "এই মুহূর্তে সংগঠনের জাতীয় ও রাজ্য স্তরের কার্যকারিণী সমিতি তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সংগঠনের জেলা ও ব্লক স্তরের কার্যনির্বাহী সমিতি তৈরি করা হবে।
যেকোনো ব্যাক্তি সংগঠনের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী (Bibhas Chandra Adhikari, National Chairperson, National Bureau of Social Investigation & Social Justice), সংগঠনের সচিব সুব্রত চ্যাটার্জি (Subrata Chatterjee , Secretary, National Bureau of Social Investigation & Social Justice), কোলকাতা উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ তথা সংগঠনের অনুসন্ধান বিভাগের অধ্যক্ষ ডঃ দীপক সাহা রায় [Dr. Dipak Saha Roy, Rt. Justice, Kolkata High Court & Chairman (Investigation cell) National Bureau of Social Investigation & Social Justice] 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব'-এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharyay, Asst. Secretary, Calcutta Journalists Club) সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Comments