বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি এলিজিবিটি টেস্টের মাধ্যমে ছাত্রভর্তি চাইছে এবিভিপি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ জানুয়ারী '২৪):- 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়' (Visva Bharati University)-এ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ভর্তি শুধুমাত্র 'সেন্ট্রাল ইউনিভার্সিটি এলিজিবিটি টেস্ট - আণ্ডার গ্রাজুয়েট' (Central University Eligibility Test - Under Graduate) সংক্ষেপে 'কিউট - ইউজি' (CUET - UG) এবং 'সেন্ট্রাল ইউনিভার্সিটি এলিজিবিটি টেস্ট - পোস্ট গ্রাজুয়েট' (Central University Eligibility Test - Post Graduate) সংক্ষেপে 'কিউট - পিজি' (CUET - PG)-র মাধ্যমেই সম্পন্ন হোক এমন দাবী নিয়ে 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়'-কে দাবীপত্র পেশ করেছে 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ' (Akhil Bharatiya Vidyarthi Parishad) সংক্ষেপে 'এবিভিপি' (ABVP)।

'এবিভিপি'-র দক্ষিণ বঙ্গের সম্পাদক অনিরুদ্ধ সরকার (Aniruddha Sarkar, Secretary, ABVP South Bengal) আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , "একমাত্র 'কিউট - ইউজি' এবং 'কিউট - পিজি' প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ভর্তি সম্পন্ন করার দাবী নিয়ে 'এবিভিপি'-র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
এর পরেও যদি পরিকাঠামোর ছুতো দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'কিউট'-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি না করে, সেক্ষেত্রে এবিভিপি-র দক্ষিণ বঙ্গ শাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ (University Grant Commission) এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছেও 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়'-এর বিপক্ষে অভিযোগ জানাতে দ্বিধা করবে না।"

'এবিভিপি'-র দক্ষিণ বঙ্গ শাখার সম্পাদকের সাথে তাল মিলিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী জাতীয় সম্পাদক বুদ্ধদেব বাগ (Buddhadev Bag, National Secretary, Akhil Bharatiya Vidyarthi Parishad) জানিয়েছেন, "কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্বেও স্নাতকোত্তর পর্যায়ে 'কিউট - পিজি'-র মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি করছে না বিশ্ববিদ্যালয়। যদি কোনো বিশেষ স্বার্থের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে নিয়ম উল্লঙ্ঘন করতে সচেষ্ট হয় বা করার পক্ষপাতী হয় সেক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অচিরেই দুর্নীতির আস্তানা হয়ে উঠবে। এই অচলাবস্থা চলতে দেওয়া যায় না।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরেও 'কিউট - পিজি' প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রী ভর্তি করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments