ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না : অনুপম হালদার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৯ জানুয়ারী '২৪):- 'সল্টলেক সেন্ট্রাল পার্ক' (Central Park, Saltlake)-এ আয়োজিত 'কোলকাতা পুস্তক মেলা' (Kolkata Book Fair)-র ভেতরে 'দূরে কোথাও পাবলিকেশন' (Dure Kothao Publication)-এর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার (Anupam Halder, Joint Commissioner of Revenue, Department of Finance, Government of West Bengal)।


আজ সন্ধ্যায় 'দূরে কোথাও পাবলিকেশন'-এর প্রকাশক অরিন্দম ভট্টাচার্য-কে সাথে নিয়ে ফিতে কেটে স্টলের আনুষ্ঠানিক সূচনা করে শ্রী হালদার জানান, "ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। এই টানই বইপ্রেমীদের নিয়ে আসে পুস্তক মেলাগুলোতে।"

'দূরে কোথাও পাবলিকেশন'-এর প্রকাশক অরিন্দম ভট্টাচার্য আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "২০১৮ সাল থেকে 'কোলকাতা পুস্তক মেলা'-য় অংশগ্রহণ করছি, 'কোলকাতা পুস্তক মেলা' উপলক্ষ্যে আমরা এইবছর নতুন ১১ টা বই প্রকাশ করেছি, এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে আমরা মোট ৬২ টা বই প্রকাশ করেছি।"

বলে রাখা ভালো, 'কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম'-এর ছত্রছায়ায় পরিচালিত হয় 'দূরে কোথাও পাবলিকেশন'।

Comments