সুস্থ থাকার নতুন দিশা দেখাচ্ছে মণিপাল সিগনা স্বাস্থ্য বীমা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ জানুয়ারী '২৪):- নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ থাকার নতুন দিশা দেখাচ্ছে 'মণিপাল সিগনা' (Manipal Cigna) স্বাস্থ্য বীমা কোম্পানি (Health Insurance Company)।

"মণিপাল সিগনা-র অধীনে রয়েছে 'লাইফটাইম হেলথ' (Lifetime Health) নামের এমন এক বীমা যোজনা যা প্রয়োজনীয় সময় গ্রাহকদের মুখে তৃপ্তির চওড়া হাসি এনে দেবে," এমনটাই আশার কথা শুনিয়েছেন মণিপাল সিগনা স্বাস্থ্য বীমার মুখ্য বিপনন আধিকারিক স্বপ্না দেশাই (Swapna Desai, Chief Marketing Officer, Manipal Signa Health Insurance)।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিজেদের বিভিন্ন ধরণের স্বাস্থ্য বীমা সম্পর্কে নানাবিধ তথ্য পরিবেশন করেন 'মণিপাল সিগনা'-র আধিকারিকগণ।

বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের রোগীদের আরো ভালো পরিষেবা দিতে গতবছর কোলকাতার আমরি হসপিটাল (AMRI Hospital)-এর বৃহত্তম অংশীদার হয়ে গেছে। এই মুহূর্তে সমগ্র ভারতে ৯ হাজার হাসপাতালের সাথে সাথে পূর্ব ভারতে ১ হাজার হাসপাতালকে নিজেদের পরিষেবার আওতাভুক্ত করতে পেরেছে।

আজ সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বীমা করার বিভিন্ন কারণ ব্যাখ্যা করতে গিয়ে বীমা কোম্পানির পক্ষে বরিষ্ঠ সহাধ্যক্ষ তথা সামগ্রী উন্নয়ন বিভাগের প্রধান আশিস যাদব (Ashis Yadav, Sr. Vice President & Head of Products Development) জানান, "একদিকে যেমন উত্তরোত্তর স্বাস্থ্য পরিষেবার খরচ বেড়ে চলেছে (হাসপাতাল খরচের নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ), তার পাশাপাশি কেরলের সাথে পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে রক্তচাপ (Blood Pressure), মধুমেহ (Diabetes)- র পাশাপাশি ফুসফুসের ক্যান্সার (Laung Cancer)-র মতো খরচাবহুল তথা মারণ রোগ। এই পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত স্তরে স্বাস্থ্য বীমা করে রাখা খুবই প্রয়োজন।"

'মণিপাল সিগনা'-র পূর্ব ক্ষেত্রের মণ্ডলীয় প্রধান রোহিত মিত্তাল (Rohit Mittal, Zonal Head East Agency, Manipal Cigna Health Insurance) নিজের বক্তব্য পেশ করতে গিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "মাত্র ১১ হাজার টাকা দিয়ে এখানে পাওয়া যাবে ৫০ লাখ টাকার কভারেজ, এর পরেও আছে বছর বছর নিশ্চিত বোনাসের হাতছানি।"

Comments