৮১ বছরে পদার্পণ করল বিজয়কৃষ্ণ রায়ের স্মৃতি বিজড়িত হন্টন প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ জানুয়ারী '২৪):- হাওড়া জেলার বালী পৌরাঞ্চলের 'মারুতি ব্যায়াম বিদ্যালয়' (Maruti Vyam Vidyalaya, Bali)-এর উদ্যোগে গতকাল হয়ে গেল ৫ মাইল হন্টন প্রতিযোগিতা (5 miles Walking Competition)।

আজকের দিনে যুবসমাজের একটা বড়ো অংশ যখন শরীরচর্চা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বালী-র 'মারুতি ব্যায়াম বিদ্যালয়'-এর উদ্যোগে স্থানীয় যুবক-যুবতীদের নিয়ে 'হন্টন প্রতিযোগিতা' নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।


স্থানীয় অঞ্চলের অতীত ঘেঁটে দেখা গেছে বালীর অন্যতম ভূমিপুত্র ও প্রাক্তন পৌরপ্রতিনিধি এবং পরবর্তী সময় কোলকাতার সফল জনসংযোগ কর্মকর্তা প্রয়াত বিজয়কৃষ্ণ রায় (Late Bijoykrishna Roy) এলাকার যুবসমাজকে শরীর চর্চা ও খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় যোগদান করার মানসিকতা গঠনের অভিপ্রায়ে ১৯৪৩ সালে এই 'হন্টন প্রতিযোগিতা'-র সূত্রপাত করেন।


৭৭ জন যুবক ও ৩০ জন যুবতী এই বছর বিজয়কৃষ্ণের স্মৃতি বিজড়িত হন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
 

প্রয়াত বিজয়কৃষ্ণ রায়-এর পুত্র সঞ্জয় রায় ও অন্যান্য পরিজন ছাড়াও এবারের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

                                                  ছবি : মৃত্যুঞ্জয় রায় 

Comments