ফেব্রুয়ারি মাস থেকে চাষাবাদ সংক্রান্ত একাধিক বিষয়ে ঋণ পেতে চলেছেন ধনিয়াখালির এক অলাভজনক প্রতিষ্ঠানের সদস্যগণ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩০ ডিসেম্বর '২৩):- নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে 'তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র'-র সাথে জড়িত ব্যক্তিরা একাধিক বিষয়ে ঋণ পেতে চলেছেন।
সূত্রের খবর, "এই বিষয়ে গত ৫ নভেম্বর থেকে সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে।"

বলে রাখা ভালো, গত ২৩ অগস্ট ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রক (Ministry of Tribal Affairs, Government of India)-এর সাথে গাঁটছড়া বাঁধতে সক্ষম হয়েছে হুগলি জেলার ধনিয়াখালি-র 'তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র' (Tapasil Jati Adibasi Praktan Sainik Krishi Bikash Shilpa Kendra, Dhaniakhali)।

সম্প্রতি দিল্লির 'সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশন'-এ 'ন্যাক'-এর তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় 'ন্যাক' এর অধ্যক্ষ পি বি শর্মা এবং সচিব কে কে মিশ্র এবং সংস্থার সচিব সৌমেন কোলের উপস্থিতিতে পাঁচমিশালি চাষ (Composite Agriculture Farming), লাক্ষা উৎপাদন (Lac Cultivation), মৎস্য চাষ (Fishery), পশুপালন (Animal Husbandry), মৌমাছি পালন (Bee Farming), মুরগি পালন (Poultry Farming), ছাগল পালন (Goat Farming), দুগ্ধ উৎপাদন (Dairy Farming), কেঁচোসার উৎপাদন (Vermicompost) এবং ভেষজ ও ঔষুধী গাছ (Herbal & Medicinal Plants)-এর মতো আয়মুখী বিভিন্ন বিষয়ের উৎপাদন সেই বিষয়ে সহায়তা রাশি প্রদান নিয়ে চর্চা হয়।

Comments