অনৈতিকভাব টাকা তোলার অভিযোগ উঠল কোলকাতা পৌরনিগমের আর এক পৌরমাতার নামে


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৯ ডিসেম্বর '২৩):- জমির মালিকের কাছ থেকে অনৈতিকভাব টাকা তোলা সহ আদালত অবমাননার দায়ে এবার সামনে এল কোলকাতা পৌরনিগমের ১৩৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ফরিদা পরভীন (Farida Parveen, Councillor, Word No. 138, Kolkata Municipal Corporation)-এর নাম।

ফরিদা পারভীন-এর নামে গুরুতর অভিযোগ এনে এক্স ১৭, আকরা রোড, কোলকাতা ৭০০ ০১৮-এর বাসিন্দা দিলওয়ার থানদের (Dilwar Thander) আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জানান, "পৌরপ্রতিনিধি একদিকে যেমন আদালতের আদেশ অমান্য করছেন, ঠিক তেমনভাবেই আমাকে অনৈতিকভাব আর্থিক শোষণ করতে চাইছেন।"

অভিযোগের আঙুল তুলে দিলওয়ার থানদের আজ দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, "ফরিদা পারভীন আমার কাছ থেকে এখন ১ কোটি টাকা চাইছেন।"

এ বিষয়ে ফরিদা পারভীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাথে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি।

দিলওয়ার থানদের আজ কোলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানান, "ফরিদা পারভীন এর আগে নানান সময় আমাকে চোখ রাঙিয়ে ও ভয় দেখিয়ে বারংবার বড়ো বড়ো অঙ্কের টাকা আদায় করেছেন, এবারেও ১ কোটি টাকা চাইছেন, এত টাকা আমি কোথায় পাব আর কেনই বা দেব ?"

সাংবাদিক সম্মেলন করে দিলওয়ার থানদের আরো জানান, "গার্ডেনরিচ মৌজার আর এস এবং এল আর দাগ নং ৮০, ৮১, ৮২ ও ১৭৩ এবং এল আর খতিয়ান নম্বর ৯৫২, ৯৬৫ ও ৯৬৮-এর অধীন আমাদের ২৬ কাটা জমির উপর জারি করা আদালতের ইনজাংশন ভেঙে ফরিদা পারভীন ও তাঁর সঙ্গী গোলাম কাদের খান জমি থেকে জোর করে মাটি তুলে নিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে থানাতে অভিযোগ জানাতে গেলে রাজাবাগান থানা থেকে আমাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। ভারপ্রাপ্ত আধিকারিক যেমন ফরিদা পারভীন বা সাথীদের নামে কোনো অভিযোগ নিতে চাইছেন না, তেমনই আমাদের কোনোরকম সহায়তাও করছেন না।"

দিলওয়ার থানদের কোলকাতা পৌরনিগমের পৌরপ্রতিনিধি এবং রাজাবাগান থানার নামে অভিযোগের আঙুল তুললেও রাজাবাগান থানা থেকে জানানো হয়েছে, "দিলওয়ার থানদের-এর পক্ষ থেকে গত ২২ ডিসেম্বর তাঁর আইনজীবী তাপসকুমার দিন্দা যে অভিযোগপত্র পাঠিয়েছেন তা গ্রহণ করা হয়েছে।"

দিলওয়ার থানদের আজ মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তা চেয়ে কাতর আর্জি ছুঁড়ে জানান, "আদালতের আদেশ মেনে আমাদের সহায়তা করছে না পুলিস, পৌরপ্রতিনিধি নিজেই অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন, এইরকম অবস্থা হলে আমরা যাব কোথায় !"

Comments