গুণীজনদের নজর কাড়ছে অনুপম হালদারের আলোকচিত্র সম্ভার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩ ডিসেম্বর '২৩):- চিত্রকর শুভাপ্রসন্নর আর্টস গ্যালারি খ্যাত 'আর্টস একর ফাউণ্ডেশন ক্যাম্পাস' (Arts Acre Foundation Campus, Newtown, Kolkata 700135)-এ আয়োজিত 'আর্টস হাট'-এ ভীড়ের নিরিখে এবারেও নজর কাড়ছে 'অনুপম হালদার ফটোগ্রাফি কিওস্ক' (Anupam Halder Photography Kiosk)।

কোলকাতার খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist, Kolkata)-এর ৪৫ টা আলোকচিত্র এবার প্রদর্শিত হচ্ছে 'অনুপম হালদার ফটোগ্রাফি কিওস্ক'-এ।

বলে রাখা ভালো, গত ৩ বছর ধরে এখানে আলোকচিত্র সম্ভার প্রদর্শন করছেন অনুপম হালদার। গুণমানের কারণে অনুপম হালদার-এর ২ টো আলোকচিত্র পাকাপাকি ভাবে স্থান পেয়েছে এখানকার মিউজিয়ামে।

শীতের মায়াবী পরশকে গায়ে মেখে নিউটাউনের হাতিশালায় অবস্থিত 'আর্টস একর ফাউণ্ডেশন ক্যাম্পাস' -এ গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে 'আর্টস হাট'।
ছোটো বড়ো মিলিয়ে ৫০ টা স্টলে এবার প্রদর্শিত হচ্ছে হরেক রকমের হরেক মানের শিল্প সম্ভার।
প্রদর্শনী শেষ হচ্ছে আগামী কাল।

'অনুপম হালদার ফটোগ্রাফি কিওস্ক'-এ নিজের আলোকচিত্র সম্ভারের দিকে দৃষ্টি আকর্ষণ করে আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন, "বহু মানুষ ব্যক্তিগতভাবে এই ছবিগুলো সংগ্রহ করতে চাইছেন। এটাই আমার পরম পাওনা।"

Comments