সামাজিকভাবে এলাকার বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানোয় আমি অভিভূত : মধুছন্দা দেব


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৪ নভেম্বর '২৩):- "বিজয়া সম্মিলনীর মোড়কে এলাকার বয়োজ্যেষ্ঠদের সামাজিকভাবে সম্মান জানানোর প্রক্রিয়া দেখে আমি অভিভূত," বলে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন কোলকাতা পৌরনিগমের ৯২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মধুছন্দা দেব (Madhuchanda Dev, Councillor, Word No. 92, KMC)।

প্রসঙ্গত উল্লেখ্য, 'বিজয়া সম্মিলনী'-র মাধ্যমে আজ পল্লীর ছয় জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানালেন কোলকাতা পৌরনিগমের ৯২ নম্বর ওয়ার্ডের অধীন ঝিল রোডের একাংশের বাসিন্দারা।

আজ সায়াহ্নে ৯২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মধুছন্দা দেব-এর উপস্থিতিতে এলাকার প্রবীণদের নাগরিক অঞ্জনকুমার সরকার, নমিতা মজুমদার, বিনয়ভূষণ চক্রবর্তী, বিভা সরকার, পূরবী দাশগুপ্ত ও জয়ন্তী সেনগুপ্ত-কে বিশেষ ভাবে সম্মান জানালেন '২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন' (26, Jheel Road Association)-এর আবাসিকবৃন্দ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, মডেল, অভিনেত্রী তথা ২০২১-এর মিসেস ক্যালকাটা পারমিতা ব্যানার্জি।


বিজয়া সম্মিলনী উপলক্ষে পৌরপ্রতিনিধি, প্রবীণ নাগরিকদের সংবর্ধনার পাশাপাশি স্থানীয় আবাসিকদের সুস্থ সংস্কৃতিমনস্ক করে তোলার অভিলাষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।

Comments