কোলকাতাবাসীকে এবার চন্দননগরের পুজোর মৌতাত দিতে চলেছে ফ্রেণ্ডস অব ভবানীপুর


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ অক্টোবর '২৩):- চন্দননগরের আমেজ মিশিয়ে এবার দক্ষিণ কোলকাতার বুকে জগদ্ধাত্রী পুজো (Worship of Goddess Jagadhatri) উপহার দিতে চলেছে 'ফ্রেণ্ডস অব ভবানীপুর' (Friends of Bhawanipur)।

'ফ্রেণ্ডস অব ভবানীপুর'-এর সহাধ্যক্ষ মৃত্যুঞ্জয় রায় (Mritunjoy Roy, Vice President, Friends of Bhawanipur) এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "কোলকাতায় এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা বয়সজনিত বা অন্যান্য কারণে চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখতে পারেন না। সেই সকল নাগরিকদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এবার রীতি, রেওয়াজ ও ধর্মীয় আচার মেনে মাতৃ আরাধনা করতে চলেছে 'ফ্রেণ্ডস অব ভবানীপুর'।"

পঞ্জিকা মতে ২১ নভেম্বর এই বছরের মাতৃ আরাধনার দিন নির্ধারিত আছে।

পুজো আয়োজকদের তরফে জানানো হয়েছে, "কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য সন্দীপরঞ্জন বক্সি-র উপস্থিতিতে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় 'ফ্রেণ্ডস অব ভবানীপুর'-এর জগদ্ধাত্রী পুজোর মাতৃমণ্ডপের দ্বারোদ্ঘাটন করা হবে। 

পুজোর দিন সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।"  

'ফ্রেণ্ডস অব ভবানীপুর'-এর সকল সদস্য এবং কর্মকর্তাদের প্রয়াস সার্থক হলে এবার কোলকাতার বুকেই চন্দননগরের এক খণ্ডচিত্র দেখা যেতে পারে।

 

Comments