হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের ঘাটে পালিত হল দেব দীপাবলি


হীরক মুখোপাধ্যায়

হাওড়া (২৭ নভেম্বর '২৩):- গঙ্গা বক্ষে সহস্র জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে প্রথমবার 'দেব দীপাবলি' (Dev Deepawali) পালন করল হাওড়ার 'বঙ্গেশ্বর মহাদেব মন্দির' (Bangeswar Mahadev Temple, Howrah) কর্তৃপক্ষ।


আজ সায়াহ্নে মন্দির সংলগ্ন গঙ্গা ঘাটে দাঁড়িয়ে থাকা চারটে সুসজ্জিত নৌকা থেকে সহস্র জ্বলন্ত প্রদীপ জলে ভাসিয়ে প্রথমবার দেব দীপাবলি পালন করল মন্দির কর্তৃপক্ষ।

বলে রাখা ভালো, জালান পরিবারের সৌজন্যে ১৯৫২ সালে ৩২, সালকিয়া স্কুল রোডে নির্মিত হয়েছিল 'শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির' (Seth Bansidhar Jalan Smriti Mandir)।
২০১৫ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মন্দির চত্বরে ৬১ ফুট উঁচু ফাইবার গ্লাসের পঞ্চানন মহাদেব মূর্তির আবরণ উন্মোচন করেন, সেই সময় থেকেই স্থানীয় নাগরিকদের কাছে এই মন্দির 'নয়া মন্দির' রূপে পরিচিত হয়ে আছে।


আজকের পবিত্র অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ঋষীকেশের 'পরমার্থ নিকেতন আশ্রম'-এর প্রাণপুরুষ স্বামী চিদানন্দ সরস্বতী ওরফে মুনি জী (Swami Chidananda Saraswati @ Muni Ji, Head, Paramartha Niketan Ashram, Rishikesh)।


'দেব দীপাবলি' উপলক্ষ্যে আজ সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশ নেন স্বামী চিদানন্দ সরস্বতী। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম কোলকাতায় এলেন উত্তর ভারতে গঙ্গা আরতি খ্যাত স্বামী চিদানন্দ সরস্বতী ওরফে মুনি জী।


গঙ্গা আরতি-র প্রাক্কালে উপস্থিত বিশিষ্টজন এবং শ্রদ্ধালু ভক্তদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে স্বামী চিদানন্দ সরস্বতী ওরফে মুনি জী জানান, "এই ধর্মীয় উৎসবের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা সমগ্র বিশ্বকে নদী তথা প্রকৃতি এবং পরিবেশকে শ্রদ্ধা করার তথা পরিশুদ্ধ রাখার শিক্ষা প্রদান করেছে। তাই এই অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।"

'শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির'-এর অছি পরিষদের সদস্য সুধীর জালান (Sudhir Jalan, Trustee Member, Seth Banshidhar Jalan Smriti Mandir) আজ সাংবাদিকদের জানান, "গঙ্গা মাঈয়া-কে সাক্ষী রেখে মন্দির চত্বরে প্রথমবার দেব দীপাবলি পালন করতে পেরে আমরা উল্লসিত।"

Comments