৩৪ তম ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে ৬৭০ জন ছাত্রছাত্রীর হাতে ছাত্রবৃত্তির চেক তুলে দিল পশ্চিমবঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৫ নভেম্বর '২৩):- '৩৪ তম ছাত্রবৃত্তি প্রদান উৎসব' (34th Stipend Distribution Ceremony) নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে আজ কোলকাতার ৫০ টা বিদ্যালয়ে পাঠরত ৬৭০ জন ছাত্রছাত্রীকে এই বছরের ছাত্রবৃত্তি (Stipend) প্রদান করল 'পশ্চিমবঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ' (Paschimbangiya Marwari Sammelan Shiksha Kosh)।

আলিপুর সংশোধনাগারের লাগোয়া 'ধনধান্য' প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক এবং নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কোলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ওরফে ববি (Firhad Hakim @ Bobi, MIC Municipal Affairs & Urban Development, Government of West Bengal as well as Mayor, Kolkata Municipal Corporation) এবং সংসদীয় বিষয়ক এবং কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chattopadhyay, MIC Parliamentary Affairs & Agriculture Department, Government of West Bengal)-র উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ছাত্রছাত্রীদের হাতে এই ছাত্রবৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী ছাড়াও 'ভারত সেবাশ্রম সংঘ'-র মহাসচিব স্বামী বিশ্বাত্মানন্দ (Swami Viswatmananda, General Secretary, Bharat Sevashram Sangha) সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্বাগত ভাষণে 'পশ্চিমবঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ-এর অধ্যক্ষ ব্রহ্মানন্দ আগরওয়াল (Brahmananda Agarwal, President, Paschimbangiya Marwari Sammelan Shiksha Kosh) জানান, "কোলকাতার ৫৫ টা বিদ্যালয়ে পাঠরত ৩৬০ জন ছাত্র ও ৩১০ জন ছাত্রীর হাতে আজ এই ছাত্রবৃত্তি তুলে দেওয়া হল।"

সংগঠনের সচিব মণীশ বাজাজ (Manish Bajaj, Secretary, Paschimbangiya Marwari Sammelan Shiksha Kosh) জানিয়েছেন, "আজকের অনুষ্ঠানের আগে গত ৩৩ বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৫ হাজার ছাত্রছাত্রীর হাতে ছাত্রবৃত্তি তুলে দেওয়া হয়েছে। ছাত্রবৃত্তির টাকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যাঙ্ক খাতায় সরাসরি পাঠিয়ে দেওয়া হয়।"

Comments