মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পরিযায়ী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ নভেম্বর '২৩):- কাহিনীকার বাদল সরকার (Story : Badal Sarkar)-এর কাহিনী এবং পার্থ চক্রবর্তী-র চিত্রনাট্য (Screenplay : Partha Chakroborty) অবলম্বনে চলচ্চিত্র পরিচালক বাদল সরকার (Film Director : Badal Sarkar)-এর নির্দেশনায় আজ অপরাহ্নে কোলকাতা প্রেস ক্লাবে মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র (Short Film) 'পরিযায়ী' (Parijayee)

'ভয়েস টেক স্টুডিও' ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র 'পরিযায়ী'।


সাংবাদিকদের সামনে এই চলচ্চিত্রের প্রদর্শন করে এই চলচ্চিত্রের কাহিনীকার ও পরিচালক বাদল সরকার জানান, "এটা আমার সপ্তম কাজ। সমাজের এক জ্বলন্ত সমস্যা নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র।"

বলে রাখা ভালো স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে 'পরিযায়ী' শব্দটাকে এই নতুন আঙ্গিকে ভাবতে চেষ্টা করানো হয়েছে।
স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে বিবাহিত নারীকেও 'পরিযায়ী' শ্রমিক রূপে দেখানোর চেষ্টা করা হয়েছে। 
স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেছেন সোমনাথ মজুমদার এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা দে।

Comments