আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চলেছে ইস্ট পয়েন্ট স্কুল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৭ নভেম্বর '২৩):- 'এল এক্স এল আইডিয়াজ' (LXLIDEAS)-এর সহযোগিতায় আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার অধীন ইছাপুর নবাবগঞ্জ-এর 'ইস্ট পয়েন্ট স্কুল' (East Point School, Nawabganje, Ichapur)-এ হতে চলেছে 'আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২৩' (International Kids Films Festival 2023) সংক্ষেপে 'আই কে এফ এফ' (IKFF)।



৮০০ ছাত্রছাত্রী বিশিষ্ট 'ইস্ট পয়েন্ট স্কুল' কর্তৃপক্ষের দাবী, পশ্চিমবঙ্গের মধ্যে বেসরকারী ইংরেজি মাধ্যম বিদ্যালয় রূপে তারাই প্রথম বিদ্যালয়ের অভ্যন্তরে 'আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব' আয়োজন করতে চলেছে।
চারদিন ব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব চলাকালীন ৮ টা প্রোগ্রামের সহায়তায় বেশ কিছু বিদেশী চলচ্চিত্র এখানে দেখানো হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, "আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ৬ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সাথে সাথে ১ ঘণ্টা ৩৭ মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রদর্শিত হবে।"

আজ বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে 'আইকেএফএফ'-এর বিষয়ে যাবতীয় তথ্য পরিবেশন করে বিদ্যালয়ের অধ্যক্ষা কেয়া চক্রবর্তী (Keya Chakroborty, Principal, East Point School) জানান, "এই চলচ্চিত্র উৎসব একদিকে যেমন আমাদের ছাত্রছাত্রী সহ এলাকার ছাত্রছাত্রীদের দেশবিদেশের পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র দেখার ক্ষেত্রে সহায়ক হবে তেমনই ভবিষ্যতে উৎসুক ছাত্রছাত্রীদের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা (Master Class)-র পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ (Film Making) এবং ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত চলচ্চিত্র উৎসব (Film Festival)-এ অংশগ্রহণেরও সুযোগ করে দেবে।"


বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা সায়ন্তী ধর (Sayanti Dhar, Teacher, East Point School) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেতা বিশ্বনাথ বসু এই শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন।
৫০০ দর্শক একসাথে বসে প্রেক্ষাগৃহের পরিবেশে এখানে চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।"

বিদ্যালয়ের অপর শিক্ষিকা ইন্দু সাহা (Indu Saha,Teacher, East Point School) বলেছেন, "আগ্রহী ব্যক্তি প্রোগ্রাম/শো প্রতি ৮০ টাকার টিকিট কেটে চলচ্চিত্র উৎসবের মজা নিতে পারবেন।"


অধ্যক্ষার পাশে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদ্যালয়ের মুখপাত্র রুমেলা বোস (Rumela Bose, Spokeswoman, East Point School) বলেছেন, "মূলতঃ তিনটে কারণে বিদ্যালয় প্রাঙ্গনে এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে।
প্রথমতঃ, এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে শিশু ও ছাত্রছাত্রীদের মধ্যে শিল্প ও তার নান্দনিক বিষয়ের উপর আগ্রহ বাড়বে। তারা একই জায়গায় বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্মিত শিশু চলচ্চিত্র দেখতে পারবে।
দ্বিতীয়তঃ, আমাদের যেসব ছাত্রছাত্রীরা চলচ্চিত্র নির্মাণ বিষয় নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তারা উৎসাহিত হবে।
তৃতীয়তঃ, আন্তর্জাতিক মানের শিশু চলচ্চিত্র উৎসবের পরবর্তী সময়ে ইচ্ছুক ছাত্রছাত্রীরা চলচ্চিত্র নির্মাণ বিষয়ক সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা, হাতে কলমে চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ তথা চলচ্চিত্র উৎসবে যোগদান করার খুঁটিনাটি বিষয় সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে পারবে।"

Comments