আই এইচ সি এলের ছত্রছায়ায় নিউটাউনে খুলতে চলেছে তাজ তাল কুটির


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১১ নভেম্বর '২৩):- 'ধনতেরস'-এর পবিত্র মুহূর্তে নিউটাউনে 'তাজ তাল কুটির' (Taj Taal Kutir, Newtown) খোলার কথা ঘোষণা করল ইণ্ডিয়ান হোটেলস কোম্পানী লিমিটেড (Indian Hotels Company Limited) সংক্ষেপে আই এইচ সি এল (IHCL)।
'অম্বুজা নেওটিয়া গ্রুপ' (Ambuja Neotia Group)-এর সাথে গাঁটছড়া বেঁধে নির্মিত হয়েছে 'তাজ তাল কুটির'।


আজ 'তাজ তাল কুটির'-এ বসে হোটেলের ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর পুনীত ছাতওয়াল (Puneet Chhatwal, Managing Director & Chief Executive Officer, Taj Taal Kutir) জানান "৭৫ টা লাক্সারি রুম ও স্যুইট সমৃদ্ধ এই হোটেলে আতিথেয়তার অভাব থাকবে না। এখানে ব্যক্তিগত, ব্যবসায়িক এবং সামাজিক সমাবেশ-এর জন্য রয়েছে ছ'টা ভিন্ন ভিন্ন আয়তনের (মোট আয়তন ৫০ হাজার বর্গফুট) সমাবেশ স্থল।"

ঔপনিবেশিক নকশায় তৈরি এই হোটেলে চোখের সুখের জন্য করিডোরের দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে রাখা আছে দৃষ্টিনন্দন আলোকচিত্র।
সাবেকি আমলের আসবাবপত্র নিঃসন্দেহে অতিথিদের কিছুটা হলেও স্মৃতিমেদুর করে তুলবে।
অতিথিদের রসনা তৃপ্তির জন্য এখানে সারাদিন খোলা থাকবে 'ডাইনার দ্য ভেরাণ্ডা'।
তবে হোটেলের 'লেকভিউ লাউঞ্জ'-এ বসে ১০০ একর জলাভূমির দিকে তাকিয়ে অবসর সময় যাপন অতিথি বা দেশী-বিদেশী পর্যটকদের কাছে নিঃসন্দেহে একটা বাড়তি আকর্ষণ হতে পারে।
আগ্রহী ব্যক্তিরা এখানকার 'জে ওয়েলনেস সার্কেল স্পা'-তে প্রবেশ করে নিজেকে অবশ্যই চনমনে করে তুলতে পারেন।


সাংবাদিক সম্মেলনে পুনীত ছাতওয়াল-এর পাশে বসে 'অম্বুজা নেওটিয়া গ্রুপ'-এর অধ্যক্ষ হর্ষবর্ধন নেওটিয়া (Harshvardhan Neotia, Ambuja Neotia Group)-জানান, "পশ্চিমবঙ্গের বুকে হোটেল শিল্প সম্প্রসারণের অন্যতম এক অংশীদার হতে পেরে আমরা গর্বিত।"


Comments