পৌরপ্রতিনিধিকে মিষ্টিমুখ করিয়ে দুর্গোৎসবের সূচনা করলেন বিধায়ক বিবেক গুপ্তা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ অক্টোবর '২৩):- আজ সন্ধ্যায় কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত-কে নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে আক্ষরিক অর্থে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা।
বলে রাখা ভালো, আজ ছিল সুপর্ণা দত্ত-র জন্মদিন।


আজ সন্ধ্যায় জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা [Vivek Gupta, MLA (Jorasanka Assembly Constituency)]-র হাত ধরে উত্তর কোলকাতার আমহার্স্ট স্ট্রীট ডাকঘর সংলগ্ন নরেন সেন স্কোয়ার, নরসিংহ লেন, রাজা লেন, সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসবের শুভ সূচনা হল।
এই বছর একবিংশতি বর্ষ (২১ বর্ষ)-এ পদার্পণ করল এখানকার দুর্গোৎসব।


উদ্বোধনী অনুষ্ঠানে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, ফুটবলার হুসেন মুস্তাফি, আরাবুল, পেইন্টার দিবাকর চক্রবর্তী, সরকারী আধিকারিক নাসকিন বস্ক সহ হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

পুজো আয়োজকদের তরফে রাজু দাস (Raju Das, Organizer) জানিয়েছেন, "অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় এবং শান্তি, সৌহার্দ্য সহ এলাকার অধিবাসীদের মঙ্গল কামনায় বিগত বছরগুলোর মতো এই বছরেও দুর্গোৎসবের আয়োজন করেছেন এলাকার নাগরিকগণ।"

বলে রাখা ভালো, ২০০২ সালে এলাকার কিছু ধর্মপ্রাণ ব্যক্তির উৎসাহে শুরু হয় এখানকার দুর্গোৎসব।

Comments