উৎসবের মুখে বিশেষ চাহিদা সম্পন্ন শতাধিক নরনারীর হাতে পরিধেয় বস্ত্র তুলে দিল সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ অক্টোবর '২৩):- দেবীপক্ষের প্রথম দিনে ভারতীয় সনাতনী সমাজ আজ যখন আদিশক্তির অপর রূপ 'শৈলপুত্রী'-র আরাধনায় মগ্ন, ঠিক সেই শুভ মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শতাধিক নরনারীর হাতে পরিধেয় বস্ত্র রূপে সালোয়াড় কামিজ, শাড়ি, টি শার্ট এবং জুতো তুলে দিল সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন (Sayantani Adhikary Foundation)।


উত্তর কোলকাতার হেদুয়া পার্কে আয়োজিত এই খাদ্য ও বস্ত্র বিতরণ উৎসব চলাকালীন 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন'-এর যুগ্ম সম্পাদক কাজলকান্তি দাস (Kajal Kanti Das, Joint Secretary, Sayantani Adhikary Foundation) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "উৎসবের মুহূর্তে সমাজের অসহায় মানুষগুলোর কিয়দংশের মুখে সামান্য একটু হাসি ফোটাতে ২০২১ সাল থেকে সংস্থার সদস্য-সদস্যাদের নিজস্ব অর্থেই এই কাজ করে আসছে 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন'।" 
                                                  ছবি : মৃত্যুঞ্জয় রায় 

Comments