সোনার জল দিয়ে তৈরি দুর্গাপ্রতিমাকে বিসর্জন দেবে আসামের এক পুজো কমিটি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৩ অক্টোবর '২৩):- ১০৪ তম বর্ষের মাতৃ আরাধনাকে স্মরণীয় করে রাখতে, এই বছর মৃন্ময়ী দুর্গাপ্রতিমা-র উপর ৪০ গ্রাম 'সোনার জল'-এর লেপন লাগিয়ে সমগ্র আসাম রাজ্যকে চমকে দিয়েছে 'অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপুজো কমিটি'।

পুজো আয়োজকদের তরফে অধ্যক্ষ তমাল বনিক জানিয়েছেন, "এই বছর প্রতিমার অবয়বে ৪০ গ্রাম 'সোনার জল'-এর লেপন দেওয়া হয়েছে, পুজোর শেষে ওই অবস্থাতেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে।"


উৎসব আয়োজকবৃন্দের তরফে রাজা পাল চৌধুরী জানিয়েছেন, " 'সাবেকিয়ানার ঐতিহ্যে আজও আমরা বর্তমান' এই ভাবনাকে সামনে রেখে এই বছর দুর্গোৎসবের ব্যবস্থা করেছে 'অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপুজো কমিটি'।"

অপরদিকে শিবু সোম জানিয়েছেন, "দুর্গোৎসবকে আনন্দ মুখরিত করার উদ্দেশ্যে উদ্বোধনী মুহূর্তেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এখানকার পুজো আয়োজকবৃন্দ।"

বলিউডের বিখ্যাত অভিনেতা আসরানি এই বছর এখানকার মাতৃমূর্তির আবরণ উন্মোচন করে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন।

 

Comments