১০৭ বছরে পদার্পণ করল মোহনবাগান বারোয়ারি ক্লাবের দুর্গোৎসব


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ অক্টোবর '২৩):- এবার ১০৭ বছরে পদার্পণ করল কোলকাতার ঐতিহ্যবাহী 'মোহনবাগান বারোয়ারি ক্লাব'-এর দুর্গোৎসব।
গতকাল ধুমধাম সহকারে আনুষ্ঠানিকভাবে 'মোহনবাগান বারোয়ারি ক্লাব'-এর মাতৃমূর্তির উদ্বোধন হয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'মোহনবাগান বারোয়ারী ক্লাব'-এর পুজো কমিটির অন্যতম কর্মকর্তা অরিন্দম দত্ত জানান, "এই বছর ১০৭তম বছরে পদার্পণ করল পুজো। আড়ম্বরকে যথাসাধ্য দূরে সরিয়ে রেখে মাতৃবন্দনাই আমাদের পুজোর প্রধান বৈশিষ্ট্য। নিয়মনিষ্ঠ ভাবে ঘরোয়া পরিবেশে পুজো হয় বলে প্রতি বছর আমাদের এখানেই পুষ্পাঞ্জলি দেন বিধায়ক ও কোলকাতা পৌর নিগমের উপ মহানাগরিক অতীন ঘোষ।"


এখানকার পুজোর অধ্যক্ষ যেমন অতীন ঘোষ তেমনই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আবার পুজোর প্রধান পৃষ্ঠপোষক।

জেনে রাখা ভালো, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়ছিল 'মোহনবাগান বারোয়ারি ক্লাব'।
শ্যামবাজার পাঁচ মাথা মোড় সংলগ্ন মোহনবাগান রো, মোহনবাগান লেন, কীর্তি মিত্র লেন, ফড়িয়াপুকুর (শিবদাস ভাদুড়ী স্ট্রিট) লাগোয়া অঞ্চলের অন্যতম পুরনো সমাজসেবী সংগঠন এই 'মোহনবাগান বারোয়ারি ক্লাব'।
জাতীয় ক্লাব 'মোহনবাগান ক্লাব'-এর জন্ম হয়েছিল এই জায়গায়। ১৯১১ সালে আইএফএ শিল্ড জয় করা বাঙালি খেলোয়াড়রা এই পাড়াতেই ফুটবল প্র্যাকটিস করতেন।
                                                 ছবি : মৃত্যুঞ্জয় রায়


Comments