ব্রহ্মকুমারীদের সৌজন্যে জীবন্ত দুর্গা দেখল বারাসাত


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ অক্টোবর '২৩):- শারদীয়া নবরাত্রি (Navratri)-র মহাষ্টমী তিথিতে সমগ্র ভারত যখন দেবী মহাগৌরী (Goddess Mahagouri)-র আরাধনায় ব্যস্ত, ঠিক সেই দিন 'জীবন্ত দুর্গা' (Living Durga) প্রদর্শন করে বারাসাতবাসীকে চমকিত করল 'প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়'-এর বারাসাত শাখা (Prajapita Brahmkumari Ishwariya Viswa Vidyalaya, Barasat Branch)।

মহাষ্টমী ও মহানবমী-র সন্ধিপুজোর পবিত্র মুহূর্তে এদিন জীবন্ত লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক সহযোগে দুর্গা রূপে দেবদেবীরা বারাসাতবাসীর চর্মচক্ষে ধরা দেন।

যদিও বারাসাতবাসী জীবন্ত দুর্গা এবারই প্রথম দেখছেন না। এর আগেও নানান পুজো আয়োজক বিভিন্ন সময় জনমনোরঞ্জনের জন্য জীবন্ত দুর্গা প্রদর্শনের ব্যবস্থা করেছিল। 

Comments