উৎসবের মুহূর্তে বাঙালী শ্রোতাদের গানের অর্ঘ্য প্রদান করলেন সাধনা সরগম


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ অক্টোবর '২৩):- শারদীয়া নবরাত্রি-র দ্বিতীয় দিনে 'টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রী'-র অন্যতম সফল অভিনেতা তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক চক্রবর্তী (Dipak Chakroborty @ Chiranjeet, Actor & MLA)-র উপস্থিতিতে 'গানের দেবী লতা মঙ্গেশকর' (Ganer Devi Lata Mangeshkar) নামাঙ্কিত আধুনিক বাংলা গানের ভিডিও অ্যালবাম (Modern Bengali Music Video Album) প্রকাশ করল 'শ্রদ্ধা মিউজিক' (Shraddha Music)।

'শ্রদ্ধা মিউজিক'-এর তরফে কাজল সুপ্রিয় চ্যাটার্জি (Kajal Supriya Chatterjee) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গীতিকার বাবুল বোস (Lyrics : Babul Bose)-এর কথায় এবং ওঁনারই সুরে (Music : Babul Bose) এই অ্যালবামের 'তোমার আমার সবার প্রিয়...' গানটা গেয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী সাধনা সরগম (Sadhana Sargam, Singer)।"

বলে রাখা ভালো, 'গানের দেবী লতা মঙ্গেশকর' নামাঙ্কিত অ্যালবামে থাকবে মোট পাঁচটা গান, তার মধ্যে সাধনা সরগমের কণ্ঠে আজ প্রথম গানটা মিউজিক ভিডিও রূপে লোকার্পণ করা হল।
পাঁচটা গানের মধ্যে দুটো করে গান লিখেছেন শ্যামল সেনগুপ্ত (Shyamal Sengupta, Lyricist) এবং কাজল সুপ্রিয় চ্যাটার্জি (Kajal Supriya Chatterjee, Lyricist), যদিও প্রত্যেকটা গানেই সুর সংযোজনা করেছেন বাবুল বোস।

সাধনা সরগমের কণ্ঠে গীত গানের সাথে সাথে তানিয়া দাস-এর কণ্ঠে 'মিঠা পান', প্রিয়াঙ্কা মিত্র-র কণ্ঠে 'শেষের কবিতা', জোজো নাথানিয়াল-এর কণ্ঠে 'হে রুবি প্রেম তো জমল না..' এবং 'অনুপমা দেশপাণ্ডে-র কণ্ঠে 'পান্তা ভাতে নুন' নামাঙ্কিত আরো চারটে পৃথক গানের অডিও (Bengali Music Audio Album) আজ প্রকাশ করা হয়েছে।

Comments