হৃদয়পুর রেল স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান চালাল বিসিডিএ কলেজ অব ফার্মাসি অ্যাণ্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা
কোলকাতা (১ অক্টোবর '২৩):- ভারত সরকারের রেল মন্ত্রক (Ministry of Railways, Government of India)-এর নির্দেশে, পূর্ব রেলওয়ে (Eastern Railway)-র পরিকল্পনায় এবং বারাসাতের 'বিসিডিএ কলেজ অব ফার্মাসি অ্যাণ্ড টেকনোলজি' (BCDA College of Pharmacy & Technology)-র পরিচালনায় ও স্থানীয় অলাভজনক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)-এর সহযোগিতায় আজ পূর্ব রেলের শিয়ালদহ বনগাঁ শাখার হৃদয়পুর রেলওয়ে প্লাটফর্ম (Hridaypur Railway Station) এবং স্টেশন সংলগ্ন এলাকায় ১ ঘণ্টার বিশেষ জঞ্জাল সাফাই অভিযান চালাল 'বিসিডিএ কলেজ অব ফার্মাসি অ্যাণ্ড টেকনোলজি'-র স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা।
মণ্ডলীয় রেল প্রবন্ধক (শিয়ালদহ) [Divisional Railway Manager (Sealdah)]-এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত 'স্বচ্ছ ভারত অভিযান' (Swaccha Bharat Aviyan)- এর অঙ্গ রূপে ১ ঘণ্টার বিশেষ শ্রমদান অনুষ্ঠানে ডি আর এম (শিয়ালদহ)-র তরফে পাঠানো জনৈক পদস্থ আধিকারিককে সামনে রেখে সমগ্র অনুষ্ঠানের নেতৃত্ব দেন হৃদয়পুর রেল স্টেশনের স্টেশন মাস্টার।
অনুষ্ঠানের শেষে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য তথা সাধারণ সম্পাদক সৌম্য দলুই (Soumya Dalui, Trustee cum General Secretary, West Bengal Oxygen Foundation) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বিসিডিএ কলেজ অব ফার্মাসি অ্যাণ্ড টেকনোলজি'-র দুই সহ অধ্যাপক অভিষেক চ্যাটার্জি (Prof. Abhishek Chatterjee) ও আকাশ সাহা (Prof. Akash Saha) ছাড়াও আজকের পরিচ্ছন্নতা কর্মসূচীতে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুক্লা ঘোষ (Shukla Ghosh, Councillor, Word Number 31, Barasat Municipality) সহ আরো অনেকে।"
Comments
Post a Comment