সম্মানিত হলেন হিন্দী ভাষার তরুণ কবি যতীশ কুমার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ সেপ্টেম্বর '২৩):- ২০২১ সালের জন্য ভারত সরকারের 'মৈথিলী স্মরণ গুপ্তা সম্মান' (Maithili Sharan Gupta Award)-এ সম্মানিত হলেন ১৯৯৬ ব্যাচের রেলওয়ে আধিকারিক তথা হিন্দী ভাষার তরুণ কবি যতীশ কুমার (Yatish Kumar, Poet)।

যতীশ কুমার তাঁর প্রথম কবিতা সংগ্রহ (1st Poetry Collection)'অন্তস কি খুরচন' (Antas Ki Khurchan)-এর জন্য এই সম্মান লাভ করেছেন।
২০২১ সালে এই কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছিল।

গতকাল রেলওয়ে বোর্ড-এর মানবসম্পদ বিভাগের মহানির্দেশক মোহিত সিনহা [Mohit Sinha, Director General (Human Resources) Indian Railway Board]-র কাছ থেকে যতীশ কুমার সম্মানিত হন।

জেনে রাখা ভালো, এর আগেও ২০২২ সালে 'জয়পুর সাহিত্য সম্মান'-এও ভূষিত হয়েছে এই কবিতা সংগ্রহ।

'অন্তস কি খুরচন' নামাঙ্কিত কবিতা সংগ্রহে দুই চরণ মিলিয়ে রয়েছে মোট ৯৬ টা কবিতা।
['দেশ রাগ ঔর আশপাশ' (৬৫ কবিতা) ও সাঞ্ঝা ধাগা (৩১ কবিতা)]

Comments