৯৩ জন পেলেন এই বছরের বঙ্গ গৌরব সম্মান এবং নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৪ সেপ্টেম্বর '২৩):- আজ কোলকাতায় ২০২৩ সালের জন্য 'বঙ্গ গৌরব সম্মান ২০২৩' (Banga Gourav Samman 2023) এবং 'নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড ২০২৩' (Netaji Subhas Chandra Bose Global Icon Award 2023) প্রদান করা হল। 

'বৈকল্পিক চিকিৎসা পদ্ধতি সংস্থা' (Vaikalpik Chikitsa Paddhati Sanstha) এবং 'ওয়ার্ল্ড বুক অব স্টার রেকর্ডস' (World Book of Star Records)-এর সৌজন্যে আজ নিউটাউনের 'তাজ সিটি সেন্টার'-এ এই সম্মাননা প্রদান করা হয়।


বৈকল্পিক চিকিৎসা পদ্ধতি সংস্থা' এবং 'ওয়ার্ল্ড বুক অব স্টার রেকর্ডস'-এর তরফ থেকে ডাঃ রাজীব পাল ও শান্তশ্রী ভট্টাচার্য একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "৩৩ টা বিভাগ মিলিয়ে আজ মোট ৯৩ জনকে 'বঙ্গ গৌরব সম্মান ২০২৩' এবং 'নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড ২০২৩' সম্মান প্রদান করা হয়েছে।"


দ্বিতীয় 'বঙ্গ গৌরব সম্মান' এবং 'নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড' নামাঙ্কিত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন নেতাজীর ভ্রাতুষ্পুত্র চন্দ্রকুমার বোস।

Comments