ভারতীয় জলসেনার সাথে মউ চুক্তি স্বাক্ষর করল উবের


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১১ সেপ্টেম্বর '২৩):- ব্যবসায়িক কারণে 'ভারতীয় জলসেনা' (Indian Navy)-র সাথে 'মউ' চুক্তি (Memorandum of Understanding) স্বাক্ষর করল দেশের অন্যতম রাইড শেয়ারিং অ্যাপ 'উবের' (Uber)।

আজ দিল্লী থেকে লিখিত ভাবে জারি করা এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে একদিকে 'ভারতীয় জলসেনা'-র তরফ থেকে ভারতীয় জলসেনা-র প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar, Chief of Neval Staff Admiral, Indian Navy) জানিয়েছেন, "চুক্তির ফলে তথ্য প্রযুক্তি ও ডিজিটাইজেশনেরও সুবিধাকে পাথেয় করে ভারতীয় জলসেনা'-র আধিকারিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যগণ সরকারী বা বেসরকারী প্রয়োজনে পরিভ্রমণের লাভ ওঠাতে সক্ষম হবেন।"

অপরদিকে উবের-এর তরফ থেকে বরিষ্ঠ রাষ্ট্রীয় প্রবন্ধক অভিনব মিট্টু (Abhinav Mittoo, Sr. Country Manager, Uber for Business, Uber India, South Asia & Egypt) বলেছেন, "ভারতীয় জলসেনা-র সাথে এই ধরণের চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা ধন্য।"

Comments