চুক্তির বলে পূর্ব রেল বিভাগে চলাচলকারী ট্রেনে বিজ্ঞাপন দেওয়ার অধিকার পেল ক্রিসেণ্ডা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১০ সেপ্টেম্বর '২৩):- ভারতীয় রেল মন্ত্রকের সাথে এক চুক্তি স্বাক্ষর করার ফলে আগামী ৫ বছরের জন্য রেল সংক্রান্ত কিছু বিশেষ পরিষেবা দেওয়ার আইনী স্বীকৃতি পেল 'ক্রিসেণ্ডা সলিউশনস লিমিটেড' (Cressanda Solutions Limited) সংক্ষেপে 'ক্রিসেণ্ডা' (Cressanda)।

গতকাল এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ভারতীয় রেল মন্ত্রকের সাথে চুক্তির ফলে আগামী ৫ বছর পূর্ব রেল বিভাগে চলাচলকারী  ট্রেনে বিজ্ঞাপন দেওয়া এবং অন্যান্য আভ্যন্তরীণ পরিষেবা দেওয়ার একচ্ছত্র অধিকার পেয়েছে ক্রিসেণ্ডা।"

'ক্রিসেণ্ডা সলিউশনস লিমিটেড'-এর ব্যবস্থাপক নির্দেশক অরুণকুমার ত্যাগী (Arun Kumar Tyagi, Managing Director, Cressanda Solutions Limited) জানিয়েছেন, "চুক্তির বলে পূর্ব রেল বিভাগে চলাচলকারী ৫০০-র বেশি মেল, এক্সপ্রেস, প্রিমিয়াম, ইন্টার-সিটি এবং লোকাল ট্রেনের ভেতরে ও বাইরে বিজ্ঞাপন দেওয়ার জন্য তৃতীয় পক্ষকে তাঁদের দ্বারস্থ হতে হবে।
এর পাশাপাশি পূর্ব রেলের বড়ো বড়ো স্টেশনে পিক আপ, ড্রপ এবং হুইলচেয়ার পরিষেবাও প্রদান করবে 'ক্রিসেণ্ডা'।
শুধু তাই নয়, নন বোর্ড আইটেমগুলোর অন বোর্ড বিক্রয়, ওয়াইফাই, ইন্টারনেট পরিষেবা সহ অন্যান্য পরিষেবাও প্রদান করতে পারবে 'ক্রিসেণ্ডা সলিউশনস লিমিটেড'।"

Comments