পর্যটকদের সুবিধার্থে ওটিডিসির সাথে গাঁটছড়া বাঁধল বন্ধন ব্যাঙ্ক


এম রাজশেখর

ভুবনেশ্বর (৭ অগস্ট '২৩):- পর্যটকদের সুবিধার্থে ওড়িশা সরকারের অধীন 'ওড়িশা ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন' (Odisha Tourism Development Corporation) সংক্ষেপে 'ওটিডিসি' (OTDC)-র সাথে গাঁটছড়া বাঁধল (Tie up) 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited) সংক্ষেপে 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)।

ভুবনেশ্বর থেকে এই বিষয়ের উপর আলোকপাত করে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর খুচরো ব্যাঙ্কিং বিভাগের প্রধান শান্তনু সেনগুপ্ত (Shantanu Sengupta, Head, Retail Banking, Bandhan Bank Limited) জানান, "গাঁটছড়ার সুফল রূপে পর্যটক ও 'ওড়িশা ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন' দুই তরফই লাভবান হবে।"

'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর তরফ থেকে জানানো হয়েছে, "গাঁটছড়ার অঙ্গ রূপে প্রথম পর্যায়ে 'বন্ধন ব্যাঙ্ক' 'ওটিডিসি'-কে বেশ কিছু 'পয়েন্ট অব সেল মেশিন' সংক্ষেপে (PoS Machine) প্রদান করেছে, এর ফলে পুরী, ভুবনেশ্বর, কোনারক, চিল্কা, গোপালপুর-এর মতো প্রথম সারির ১৫ টা পর্যটন ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে।
'পিওএস মেশিন'-এর সুবাদে পর্যটকরা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করতে সক্ষম হবেন।"

বলে রাখা ভালো, অনেক সময়ে পর্যটকদের কাছে নগদ টাকা কম থাকার ফলে 'ওটিডিসি'-র বেশ কিছু পরিমাণ রাজস্বের ক্ষতি হত, এখন 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর সৌজন্যে 'ওটিডিসি'-র হাতে 'ইলেকট্রিক ডাটা ক্যাপচার মেশিন' (Electronic Data Capture Machine) থাকার ফলে 'ওটিডিসি'-ও ক্ষতির হাত থেকে বাঁচবে বলে আশা করা হচ্ছে।

Comments