ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

বারাসাত (১৫ অগস্ট ২৩):- সমগ্র ভারতের সাথে তাল মিলিয়ে উপযুক্ত শ্রদ্ধা এবং হর্ষোল্লাসের সাথে আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস (77th Independence Day) পালন করল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।


আজ সকালে পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ বিভাগের অন্তর্গত 'হৃদয়পুর রেলওয়ে স্টেশন'-এর ১ নম্বর প্লাটফর্মের উত্তর দিকে অবস্থিত 'সোমোস ফুড কর্ণার'-এর সামনে রীতি নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন কেন্দ্রীয় সরকারী আধিকারিক তথা সংগঠনের বর্ষীয়ান সদস্য শক্তি পাঠক।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য তথা অধ্যক্ষ কালীদাস কর্মকার জানিয়েছেন, "জাতপাত, ভেদভাব হীন 'বসুধৈব কুটুম্বকম' মতাদর্শকে সামনে রেখে পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সেই সংগ্রামে আত্ম-বলীদানকারী অমর আত্মাদের ও জাতীয় পতাকাকে সম্মান জানাতে আজ আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি।"

অন্যদিকে সংগঠনের অছি পরিষদের অপর সদস্য তথা সাধারণ সম্পাদক সৌম্য দলুই বলেছেন, "স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনের পর আজ স্থানীয় শিশু, কিশোর-কিশোরী তথা অন্যান্যদের মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল।"

জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষ্যে রেলওয়ে প্লাটফর্মের আয়োজিত এই অনুষ্ঠান অনেকেরই সপ্রশংস দৃষ্টি আদায় করেছে।




Comments