কোলকাতার ২০০ পথশিশুকে ইলিশ মাছ খাওয়ালো কফি হাউস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৭ অগস্ট '২৩):- পশ্চিমবঙ্গ সরকারের মৎস বিভাগের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী (Biplab Roy Chowdhury, MIC Department of Fisheries, Government of West Bengal), প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সঞ্জয় বক্সি (Sanjoy Baksi, Former MLA), কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত (Suparna Dutta, Councillor, Word No. 40, KMC), তৃণমূল কংগ্রেসের অন্যতমা নেত্রী স্মিতা বক্সি (Smita Baksi, Leder AITC)-র উপস্থিতিতে গতকাল কোলকাতার কলেজ স্কোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার পথশিশুদের ইলিশ মাছ সহযোগে ভাত খাওয়ানো হল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়ে পথশিশুদের পাতে ইলিশ মাছ পরিবেশন করতে করতে মৎস মন্ত্রী জানান, "বাজারে ইলিশ মাছের দাম এখনো সাধারণ মানুষের নাগালে বাইরে থাকা সত্ত্বেও এই সমাজসেবী সংস্থা যে প্রয়াস নিয়েছে তা সত্যিই তারিফ যোগ্য।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কফি হাউস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি  জয় মিত্র (Joy Mitra, President, Coffee House Social Welfare Association) এবং সম্পাদক অচিন্ত্যকুমার লাহা (Achinta Kumar Laha, Secretary, Coffee House Social Welfare Association) একযোগে জানিয়েছেন, "সমাজসেবার অঙ্গ রূপে কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের ২০০ পথশিশুকে এই প্রথম ইলিশ মাছ সহযোগে ভাত খাওয়ানো হল।"

                                                  ছবি : মৃত্যুঞ্জয় রায় 

Comments